(৯৪০) অভিনেতা অপূর্ব অভিনেত্রী জেনীর কাছে তার শেয়ারের ডিভিডেন্ড চাচ্ছেন

শেয়ারবাজার :::: উত্তরার নম্বর সেক্টরের স্বপ্ননীল শুটিং হাউসে যেতেই কানে ভেসে আসল, আমার ডিভিডেন্ড কোথায়? অভিনেতা অপূর্ব অভিনেত্রী জেনীর কাছে তার শেয়ারের ডিভিডেন্ড চাচ্ছেন এরই মধ্যে অভিনেতা হিল্লোল এসে হুট করে বললেন, শেয়ার মার্কেটের অবস্থা খারাপ আমি কি করব?


অপূর্ব, জেনী আর হিল্লোল কি এখন শেয়ার ব্যবসা শুরু করেছেন ? না, আসলে তারা শেয়ার ব্যবসা নিয়ে নির্মিত একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন নাটকের নামশেয়ারবাজার ডট কম’ পুরো নাটক জুড়েই শেয়ার মার্কেটের বিভিন্ন বিষয় আর গতিপ্রকৃতি তুলে ধরা হয়েছে শেয়ার বাজারের অনেক বিনিয়োগকারীও খুঁটিনাটি বিষয় হয়তো জানেন না নাটকটি রচনা করেছেন মুস্তাফিজুর রহমান নাহিদ, পরিচালনায় রয়েছেন নয়ন মিল্টন মিম মিডিয়া এক্সপ্রেশন ব্যানারে নাটকটি প্রযোজনা করছেন ইয়াসমিন রাব্বি পপি


শুটিংয়ের বিরতির ফাঁকে কথা হলো নাটকের অন্য দুই অভিনেত্রী হুমায়রা হিমু দীপা খন্দকারের সঙ্গে হুমায়রা হিমু বললেন, শেয়ার মর্কেট নিয়ে এই প্রথম নাটক করছি প্রথমে স্ক্রিপ্ট পেয়ে অনেক কিছুই বুঝতে সমস্যা হয়েছে আসলে শেয়ারবাজার না বুঝাতে সমস্যা হয়েছে তবে নাটক করতে এসে শেয়ারবাজারের ওপর কিছুটা হলেও ধারণা হয়েছে


হিমুর কথার রেশ ধরেই মজা করে দীপা খন্দকার বললেন, নাটকে অভিনয় করতে এসে যেসব বিষয় জেনেছি তাতে মনে হয় শেয়ার ব্যবসায় নামলে আমি ভালোই করবো অভিনয় ছেড়ে এখন শেয়ার ব্যবসার নামার কথা ভাবছি


শেয়ারবাজার ডট কম’-এর আরেক অভিনেত্রী জেনী বললেন, পুরো নাটকে শেয়ার বাজারের বিভিন্ন বিষয় থাকলেও কাহিনীতে প্রেম-বিচ্ছেদ দুঃখ-বেদনা সবই আছে শেয়ার ব্যবসায় বিনিয়োগকারীর পাশাপাশি সাধারণ দর্শকদেরও নাটকটি ভালো লাগবে


জনপ্রিয় অভিনেতা অপূর্ব বললেন, ধারাবাহিক নাটকশেয়ারবাজার ডট কম’ সবমিলিয়ে একটি ব্যতিক্রমী প্রয়াস গল্পের মাধ্যমে এখানে শেয়ার বাজারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে পরিচালক নবীন হলেও চ্যালেঞ্জ হিসেবে ভিন্নধারার গল্প নিয়ে কাজ শুরু করলো আমার ধারণা তিনি ভালো করবেন






(৭৮৮) আল-আরাফা ইসলামী ব্যাংক--Al Arafa Islami Bank

শেয়ারবাজার :::: ৩১ মার্চ ২০১১ সালে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক হিসাব অনুযায়ী কর পরিশোধের পর প্রতিষ্ঠানের নিট মুনাফা হয়েছে ৪৫ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা ইপিএস .৯৭ টাকা গত অর্থবছরের একইসময়ে প্রতিষ্ঠানের কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছিল ৩৮ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা ইপিএস .৬৪ টাকা



(৭৬৬) ১৫ জনের ব্যাংক হিসাব

শেয়ারবাজার :::: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তা তাঁদের পরিবারসহ পুঁজিবাজার-সংশ্লিষ্ট ১৫ জনের ব্যাংক হিসাবের তথ্য জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এনবিআরের কেন্দ্রীয় শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে ব্যাংকগুলোতে -সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে

(৮০৩) সময় ৩ দিন

শেয়ারবাজার :::: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আগামী তিন দিনের মধ্যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত



বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি আর প্রধানমন্ত্রী দুজনই দেশের বাইরে থাকায় এতোদিনেও (এসইসিতে) চেয়ারম্যান নিয়োগ করা যায়নি-এটা দুর্ভাগ্যজনক"



প্রধানমন্ত্রী ১৫ মে আবার দেশের বাইরে যাওয়ার আগেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি

(৭৮৬) এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স--Asia Pacific Insurance

শেয়ারবাজার :::: অনিরিক্ষীত আর্থিক হিসাব অনুযায়ী কর পরিশোধের পর প্রতিষ্ঠানের নিট মুনাফা হয়েছে দুই কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা ইপিএস .৮৪ টাকা গত অর্থবছরের একইসময়ে প্রতিষ্ঠানের কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছিল এক কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা শেয়ারপ্রতি আয় (ইপিএস) .৮৪ টাকা



(৭৯৪) লেনদেনের ঝুঁকি অনেকটাই কমিয়ে নিয়ে আসবে

শেয়ারবাজার :::: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেছেন, সিএসইতে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি লেনদেনের ঝুঁকি অনেকটাই কমিয়ে নিয়ে আসবে আগামী এক থেকে দুই মাসের মধ্যে সিএসইতে সেবা চালু করা হবে বলে তিনি জানান এর ফলে গ্রাহকেরা সহজেই লেনদেনসহ যাবতীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন আজ বিকেলে রাজধানীর মতিঝিলে সিএসইর ঢাকার কার্যালয়ের সম্মেলন কক্ষেবাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক’ শীর্ষক কর্মশালায় এসব তিনি কথা বলেন

ফখর উদ্দিন আরও বলেন, খুব শিগগিরই সিএসইতে নিউ জেনারেশন ট্রেডিং সিস্টেম বা ইন্টারনেট ট্রেডিং ব্যবস্থা চালু হচ্ছে ফলে গ্রাহকেরা সহজেই স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন করতে পারবেন

সিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আল মারুফ খানের পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার

বাংলাদেশ ব্যাংক সিএসই যৌথভাবে কর্মশালার আয়োজন করে

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক খন্দকার আলী কামরান আল জাহিদ উপপরিচালক দেবাশীষ সরকার

অসীম কুমার তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা সাধারণত নগদ টাকা, চেক ক্রস চেকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে আর্থিক লেনদেন করে থাকি ক্ষেত্রে লেনদেনকৃত অর্থ নিষ্পত্তি (সেটেলমেন্ট) হতে অনেক সময় লেগে যায় ক্ষেত্র বিশেষে এক থেকে সাত দিন পর্যন্ত সময় লেগে থাকে।’

অসীম কুমার আরও বলেন, ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার একটি আধুনিক ব্যবস্থা ব্যবস্থা চালু হলে এক দিনের মধ্যে (টি+) লেনদেনকৃত অর্থ নিষ্পত্তি করা সম্ভব এই ব্যবস্থা চালু হলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে গ্রাহকেরা অর্থ স্থানান্তর করতে পারবেন


(৭৮০) RENETA--রেনেটা

শেয়ারবাজার :::: ৩১ মার্চ ২০১১ সালে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীতি আর্থিক হিসাব অনুযায়ী কর পরিশোধের পর প্রতিষ্ঠানের নিট মুনাফা ৩০ কোটি ৬৪ লাখ টাকা ইপিএস ১৬৯.৫২ টাকা গত অর্থবছরের একইসময়ে প্রতিষ্ঠানের কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছিল ১৮ কোটি ৭২ লাখ টাকা শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১০৩.৫৭ টাকা



(৯৩৯) সব সিদ্ধান্ত হবে বিনিয়োগকারিদের পক্ষে

শেয়ারবাজার :::: দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, গতিশীলতা জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুনর্গঠিত সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক্ষেত্রে বাজার সংশ্লিষ্ট সকল পৰের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে এক্ষেত্রে বিনিয়োগকারীদের বিপৰে যায়_ এমন কোন পদক্ষেপ নেয়া হবে না বলে কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান . খায়রুল হোসেন জানিয়েছেন

(৯৩৮) পাওয়ার সেক্টর

শেয়ারবাজার :::: তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে আগামী ২২ মে থেকে ধর্মঘট ডেকেছে পেট্রোল পাম্প ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

তবে সিএনজি স্টেশনগুলো ধর্মঘটের আওতামুক্ত থাকবে

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে পূর্বাণী হোটেলে এক সংবাদ সম্মেলনে দাবি ধর্মঘট কর্মসূচির কথা জানান ঐক্য পরিষদের আহ্বায়ক মো. নাজমুল হক

নাজমুল পেট্রোল পাম্প ঔনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি

নাজমুল বলেন, আগামী ২২ মে ভোর ৬টা থেকে সারাদেশে প্রায় হাজার পেট্রোল পাম্পে তেল বিক্রি এবং ট্যাংক লরির মাধ্যমে তেল সরবরাহ বন্ধ থাকবে

১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- তেল বিক্রয়ের কমিশন শতাংশ থেকে বাড়িয়ে শতাংশ করা, পেট্রোল পাম্প স্থাপনে নীতিমালা প্রণয়ন, প্রত্যেক ডিপোতে টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, লাখ টাকার দুর্ঘটনা বীমা চালু, ডিপো সংলগ্ন স্থানে লরি টার্মিনাল-বিশ্রামাগার নির্মাণ, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি এবং লরির কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি 'হয়রানি' বন্ধ

নাজমুল হক বলেন, "জ্বালানি তেল ব্যবসায়ী ট্যাংক লরি শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে জন্য বিগত কয়েক বছর ধরে দাবি জানিয়ে আসছি কিন্তু সরকার তা মানতে আশ্বাস দিলেও বাস্তবায়ন করছে না"

গত বছরের মে দাবি আদায়ে অনির্দিষ্টকাল ধর্মঘট শুরু করে ঐক্য পরিষদ তখন সারাদেশে পেট্রোল পাম্পগুলো জ্বালানি তেল বিক্রি এবং ট্যাংক লরিগুলো তেল সরবরাহ বন্ধ করে দেয়

তবে সেদিন দুপুরেই প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক--ইলাহী চৌধুরী এবং জ্বালানি প্রতিমন্ত্রী মো. এনামুল হকের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় সংগঠনটি

এরপর কয়েকমাস অতিবাহিত হলেও সরকার দাবি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে নাজমুল বলেন, "আবারো অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হলে গত ২৩ ফেব্র"য়ারির মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় সরকার

"কিন্তু বারবার আশ্বাস দেওয়ার পর আরো তিন মাস অতিবাহিত হয়েছে অথচ দাবি পূরণ হয়নি"

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব এবং ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, পেট্রোল পাম্প ঔনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান রতন, ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের সভাপতি হাজী শাজাহান প্রমুখ উপস্থিত ছিলেন

(৯৩৭) এমআই সিমেন্ট ও এমজেএল এর সাতকাহন

শেয়ারবাজার ::::নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সুস্পষ্ট নির্দেশনা থাকলেও পুঁজিবাজারে দুই কোম্পানির তালিকাভুক্তির বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)


ফলে পুঁজিবাজারে এমআই সিমেন্ট এমজেএল বাংলাদেশ লিমিটেড তালিকাভুক্তির বিষয় আবারও অনিশ্চিত হয়ে পড়েছে


বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা দুই কোম্পানির লাখ লাখ বিনিয়োগকারী এখন বিপাকে পড়েছেন


সোমবার সন্ধ্যায় ডিএসইর পরিচালনা পর্ষদ বিষয় তৃতীয়বারের মতো বৈঠক করলে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয় তবে এসইসির সঙ্গে আবারও আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই


গত এপ্রিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসআই সিমেন্ট লেনদেন শুরু করে


ডিএসই সূত্রে জানা য়ায়, পরিচালনা পর্ষদের কয়েকজন পরিচালকের বিরোধীতার কারণে তালিকাভুক্তির কাজ দেরি হচ্ছে


এর আগে মে ডিএসইর পরিচালনা পর্ষদে এসইসির আগের নির্দেশনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকেও ডিএসইর কয়েকজন পরিচালক এসইসির নির্দেশের সমালোচনা করে বলেন, প্রয়োজনে বিষয়টি আইনিভাবে সমাধান করা হবে


সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২০() ধারা অনুযায়ী, বিনিয়োগকারী পুঁজিবাজারের স্বার্থে স্টক এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানকে তারা লিখিত নির্দেশনা দিতে পারে এসইসির নির্দেশনা পরিপালন করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক এমনকি নির্দেশনা পরিপালনের জন্য ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকও জরুরি নয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সক্ষম


কিন্তু ক্ষেত্রে তা করতে দেওয়া হয়নি


এদিকে এমজেএল বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও তালিকাভুক্তির বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি


অবস্থায় কোম্পানি দুটির প্রাথমিক শেয়ারে বিনিয়োগ করে বিপাকে পড়েছেন লাখ লাখ বিনিয়োগকারী


বিষয়ে ডিএসইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এহসানুল ইসলাম বাংলানিউকে বলেন, ‘ক্ষতিপূরণের শর্তে তালিকাভুক্তি হওয়ার বিধান বিশ্বের কোনো স্টক মার্কেটে নেই তাই প্রক্রিয়ায় তালিকাভুক্তি দেওয়া হলে ভবিষ্যতেও অতিমূল্যায়িত কোম্পানিগুলো ধরনের সুযোগ চাইবে


তবে এখনো আমরা বিষয়ে আলোচনা করছি এসইসির সঙ্গে আবারও বৈঠক করে বিস্তারিত জানানো হবে


এসইসি সূত্র বলছে, একটি বিশেষ পরিস্থিতিতে কোম্পানি দুটিকে শর্ত সাপেক্ষে তালিকাভুক্তি দিতে হচ্ছে স্বাভাবিক পরিস্থিতি থাকলে হয়তো ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গটি উঠত না


তাছাড়া অতিমূল্যায়নের দায় ডিএসই এড়াতে পারে না কারণ দরপত্রের মাধ্যমে শেয়ার দুটির মূল্য নির্ধারিত হয়েছে সেই সময় তাদের সদস্য ডিলারই সর্বোচ্চ দাম প্রস্তাব করে


এমআই সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন তালুকদার বলেন, ‘তালিকাভুক্তির জন্য আমারা এসইসির সব শর্ত পূরণ করেছি বিনিয়োগকারীদের স্বার্থে আমরা সিকিউরিটি হিসেবে কোটি টাকা ব্যাংকে এবং পরিচালকদের থেকে ৭৫ লাখ শেয়ার এসইসির কাছে রেখেছি এছাড়া আমরা বলেছি, যদি মাসের মধ্যে শেয়ার দর নির্ধারিত মূল্যের চেয়ে কম হয়, তাহলে শেয়ারপ্রতি ১০ টাকা করে কোম্পানি ভর্তুকি দেবে


  

(৭৭৭) দশ প্রতিষ্ঠান

শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত দশ প্রতিষ্ঠান তাদের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে



বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়



কোম্পানিগুলো হলো বিএসআরএম স্টিল, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, রেনেটা, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ফিন্যান্স আল-আরাফা ইসলামী ব্যাংক



(৭৬৩) অনিশ্চয়তা ও গুজব

শেয়ারবাজার :::: আসন্ন বাজেটে পুঁজিবাজার নিয়ে কী ধরনের প্রস্তাব থাকবে, সেসব নিয়েও রয়েছে নানা অনিশ্চয়তা গুজব কারণেও অনেক বিনিয়োগকারী নতুন বিনিয়োগে এগিয়ে আসছেন না বলে জানা গেছে

ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, সামগ্রিকভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য একটি বড় উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে মূল্যস্ফীতি কমাতে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে সংকোচনমূলক বলা না হলেও কার্যত মুদ্রা সংকোচনের নীতি নেওয়া হয়েছে এই অবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে খুব কমই উদ্বৃত্ত অর্থ থাকছে ফলে মুদ্রাবাজার থেকে পুঁজিবাজারে অর্থের প্রবাহ সীমিত হয়ে গেছে এই অবস্থা থেকে বাজারকে সচল করতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অগ্রণী ভূমিকা নিতে হবে

(৭৭৮) বিএসআরএম স্টিল-- BSRM STEEL

শেয়ারবাজার :::: বিএসআরএম স্টিল: প্রথম প্রান্তিকের আর্থিক হিসাব অনুযায়ী কর পরিশোধের পর প্রতিষ্ঠানের নিট মুনাফা হয়েছে ৬৯ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৫.৬৭ টাকা গত অর্থবছরের একইসময়ে প্রতিষ্ঠানের কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছিল ৪৮ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা ইপিএস ২৯.১৭ টাকা