(৭৮৮) আল-আরাফা ইসলামী ব্যাংক--Al Arafa Islami Bank

শেয়ারবাজার :::: ৩১ মার্চ ২০১১ সালে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক হিসাব অনুযায়ী কর পরিশোধের পর প্রতিষ্ঠানের নিট মুনাফা হয়েছে ৪৫ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা ইপিএস .৯৭ টাকা গত অর্থবছরের একইসময়ে প্রতিষ্ঠানের কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছিল ৩৮ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা ইপিএস .৬৪ টাকা