(৯৪০) অভিনেতা অপূর্ব অভিনেত্রী জেনীর কাছে তার শেয়ারের ডিভিডেন্ড চাচ্ছেন

শেয়ারবাজার :::: উত্তরার নম্বর সেক্টরের স্বপ্ননীল শুটিং হাউসে যেতেই কানে ভেসে আসল, আমার ডিভিডেন্ড কোথায়? অভিনেতা অপূর্ব অভিনেত্রী জেনীর কাছে তার শেয়ারের ডিভিডেন্ড চাচ্ছেন এরই মধ্যে অভিনেতা হিল্লোল এসে হুট করে বললেন, শেয়ার মার্কেটের অবস্থা খারাপ আমি কি করব?


অপূর্ব, জেনী আর হিল্লোল কি এখন শেয়ার ব্যবসা শুরু করেছেন ? না, আসলে তারা শেয়ার ব্যবসা নিয়ে নির্মিত একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন নাটকের নামশেয়ারবাজার ডট কম’ পুরো নাটক জুড়েই শেয়ার মার্কেটের বিভিন্ন বিষয় আর গতিপ্রকৃতি তুলে ধরা হয়েছে শেয়ার বাজারের অনেক বিনিয়োগকারীও খুঁটিনাটি বিষয় হয়তো জানেন না নাটকটি রচনা করেছেন মুস্তাফিজুর রহমান নাহিদ, পরিচালনায় রয়েছেন নয়ন মিল্টন মিম মিডিয়া এক্সপ্রেশন ব্যানারে নাটকটি প্রযোজনা করছেন ইয়াসমিন রাব্বি পপি


শুটিংয়ের বিরতির ফাঁকে কথা হলো নাটকের অন্য দুই অভিনেত্রী হুমায়রা হিমু দীপা খন্দকারের সঙ্গে হুমায়রা হিমু বললেন, শেয়ার মর্কেট নিয়ে এই প্রথম নাটক করছি প্রথমে স্ক্রিপ্ট পেয়ে অনেক কিছুই বুঝতে সমস্যা হয়েছে আসলে শেয়ারবাজার না বুঝাতে সমস্যা হয়েছে তবে নাটক করতে এসে শেয়ারবাজারের ওপর কিছুটা হলেও ধারণা হয়েছে


হিমুর কথার রেশ ধরেই মজা করে দীপা খন্দকার বললেন, নাটকে অভিনয় করতে এসে যেসব বিষয় জেনেছি তাতে মনে হয় শেয়ার ব্যবসায় নামলে আমি ভালোই করবো অভিনয় ছেড়ে এখন শেয়ার ব্যবসার নামার কথা ভাবছি


শেয়ারবাজার ডট কম’-এর আরেক অভিনেত্রী জেনী বললেন, পুরো নাটকে শেয়ার বাজারের বিভিন্ন বিষয় থাকলেও কাহিনীতে প্রেম-বিচ্ছেদ দুঃখ-বেদনা সবই আছে শেয়ার ব্যবসায় বিনিয়োগকারীর পাশাপাশি সাধারণ দর্শকদেরও নাটকটি ভালো লাগবে


জনপ্রিয় অভিনেতা অপূর্ব বললেন, ধারাবাহিক নাটকশেয়ারবাজার ডট কম’ সবমিলিয়ে একটি ব্যতিক্রমী প্রয়াস গল্পের মাধ্যমে এখানে শেয়ার বাজারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে পরিচালক নবীন হলেও চ্যালেঞ্জ হিসেবে ভিন্নধারার গল্প নিয়ে কাজ শুরু করলো আমার ধারণা তিনি ভালো করবেন