(৭৭৮) বিএসআরএম স্টিল-- BSRM STEEL

শেয়ারবাজার :::: বিএসআরএম স্টিল: প্রথম প্রান্তিকের আর্থিক হিসাব অনুযায়ী কর পরিশোধের পর প্রতিষ্ঠানের নিট মুনাফা হয়েছে ৬৯ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৫.৬৭ টাকা গত অর্থবছরের একইসময়ে প্রতিষ্ঠানের কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছিল ৪৮ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা ইপিএস ২৯.১৭ টাকা