(৯৭৮) ১৫ লাখ টাকার ক্ষতি

শেয়ারবাজার :::: পার্বতীপুরে রেলের একটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ায় ৩৩ হাজার লিটার ডিজেল মাটিতে মিশে গেছে এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে

বুধবার রাত ৮টার দিকে পার্বতীপুর রেল স্টেশনের উত্তরে প্রায় ২’শ মিটার দূরে নম্বর লেভেল ক্রসিঙে দুর্ঘটনা ঘটে

পার্বতীপুর রেল স্টেশন মাস্টার আব্দুল করিম জানান, ২৪টি তেল ট্যাংকারে লাখ ৯২ হাজার লিটার ডিজেল নিয়ে একটি তেলবাহী ট্রেন খুলনা থেকে পার্বতীপুরে রেলের হেড অয়েল ডিপোতে আসছিল ট্রেনটি নম্বর লেভেল ক্রসিঙের কাছে পৌঁছুলে ট্রেনের শেষ দিকের একটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে উল্টে যায় এতে ওই ট্যাঙ্কারের ঢাকনা খুলে গিয়ে ট্যাঙ্কারে থাকা ৩৩ হাজার লিটার ডিজেল মাটিতে পড়ে যায়

এতে ১৫ লাখ ১৮ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্টেশন মাস্টার

(৯৭৭) মুন্নু জুট স্ট্যাফলার্স / MONNOSTAF (Monno Jute Stafflers)

শেয়ারবাজার :::: অস্বাভাবিকভাবে দর বাড়ার ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্ট্যাফলার্স,MONNOSTAF (Monno Jute Stafflers,কোম্পানি

বুধবার ডিএসইর ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়

সম্প্রতি দাম বাড়ার কারণ জানতে চেয়ে ওই কোম্পানিকে নোটিশ পাঠায় ডিএসই এর জবাবে কোম্পানি তথ্য জানায়

(৯৭৬) ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট / FLEASEINT (First Lease Finance and Investment Ltd)

শেয়ারবাজার :::: অস্বাভাবিকভাবে দর বাড়ার ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ,FLEASEINT (First Lease Finance and Investment Ltd),কোম্পানি

বুধবার ডিএসইর ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়

সম্প্রতি দাম বাড়ার কারণ জানতে চেয়ে ওই কোম্পানিকে নোটিশ পাঠায় ডিএসই এর জবাবে কোম্পানি তথ্য জানায়

(৯৭৫) Monno Jutex / মুন্নু জুটেক্স

শেয়ারবাজার :::: অস্বাভাবিকভাবে দর বাড়ার ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু জুটেক্স ,MONNOJTX (Monno Jutex ), কোম্পানি

বুধবার ডিএসইর ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়

সম্প্রতি দাম বাড়ার কারণ জানতে চেয়ে ওই কোম্পানিকে নোটিশ পাঠায় ডিএসই এর জবাবে কোম্পানি তথ্য জানায়

(৯৭৪) সাফকো স্পিনিং / Safko Spinnings

শেয়ারবাজার :::: অস্বাভাবিকভাবে দর বাড়ার ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং,SAFKOSPINN (Safko Spinnings ) কোম্পানি

বুধবার ডিএসইর ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়

সম্প্রতি দাম বাড়ার কারণ জানতে চেয়ে ওই কোম্পানিকে নোটিশ পাঠায় ডিএসই এর জবাবে কোম্পানি তথ্য জানায়

(৯৭৩) বানিজ্য উদার নিতি

শেয়ারবাজার :::: রাজনৈতিক আস্থাহীনতার কারণে সার্ক অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্য উদারীকরণ হচ্ছে না বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান

তিনি বলেন, ‘এই অঞ্চলের জনগণের মধ্যে আচার-আচরণ এবং সংস্কৃতিগত মিল থাকলেও মানসিকতা এক নয়।’

তিনি অঞ্চলে বাণিজ্য বাড়াতে রাজনীতিকদের এগিয়ে আসার আহ্বান জানান

বুধবার সকালে হোটেল রূপসী বাংলায় (সাবেক শেরাটন) ‘দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক স্বাধীনতা এবং ব্যবসায়িক পরিবেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক আস্থাহীনতা ছাড়াও শুল্ক অশুল্কজনিত বাধা যোগাযোগের অভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির অন্তরায়।’

তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের সার্ক দেশগুলোর ভিসা পেতে সমস্যার কথা শুনে বলেন, ‘এটা খুব দুঃখজনক।’

ফারুক খান বলেন, ‘দেশ বিভাগের আগে এই অঞ্চলের দেশগুলের মধ্যে আঞ্চলিক বাণিজ্য ছিল ২৫ ভাগ এখন তা শতাংশের নিচে নেমে এসেছে।’

(৯৭২) এম আই,MI,সিমেন্টের যাত্রা শুরু

শেয়ারবাজার :::: অবশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হলো এমআই সিমেন্ট এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির লেনদেন শুরু হচ্ছে আগামী রোববার

বুধবার বিকেল সাড়ে ৫টায় ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সতিপ্রতি মিত্র সাংবাদিকদের তথ্য জানান

এর আগে বুধবার দুপুরে ডিএসইর পরিচালনা পর্ষদের সঙ্গে এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন এমআই সিমেন্টের তালিকাভুক্তির ব্যাপারে আলোচনা করেন

দুপুর একটায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভা কক্ষে আলোচনা হয়

আলোচনা শেষে ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, ‘এসইসির নির্দেশক্রমে ডিএসইর আইনানুযায়ী এমআই সিমেন্টেকে তালিকাভুক্ত করা হচ্ছে।‘

তবে কবে নাগাদ লেনদেন শুরু হবে ব্যাপারে নির্দিষ্ট করে তখন কিছু জানাননি তিনি

ওই আলোচনায় এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী উপস্থিত ছিলেন

ডিএসইর পক্ষ থেকে শাকিল রিজভী ছাড়াও ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান পরিচালক আহমদ রশীদ (লালী)

(৯৭১) SONARBAINS (Sonar Bangla Insurance Ltd. )/সোনারবাংলা ইন্স্যুরেন্স

শেয়ারবাজার :::: বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডে তে ১৯ মে, বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত SONARBAINS (Sonar Bangla Insurance Ltd. )/সোনারবাংলা ইন্স্যুরেন্স
, প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ থাকবে

(৯৭০) এবি ব্যাংক / ABBANK ,AB Bank Limited

শেয়ারবাজার :::: বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডে তে ১৯ মে, বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ থাকবে

(৯৬৯) UCBL, United Commercial Bank Ltd / ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারিইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে

আগামী ৩০ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে এর আগে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার আর্মি গলফ ক্লাবে ব্যাংকটির এজিএম হওয়ার কথা ছিল

(৯৬৮) ইনটেক / INTECH (In Tech Online Ltd)

শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক,INTECH (In Tech Online Ltd. ),প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন শুরু হবে ১৯ মে বৃহস্পতিবার থেকে


(৯৬৭) প্রগতি ইন্স্যুরেন্স / PRAGATIINS (Pragati Insurance)

শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স PRAGATIINS (Pragati Insurance),প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন শুরু হবে ১৯ মে বৃহস্পতিবার থেকে


(৯৬৬) ফেডারেল ইন্স্যুরেন্স/ FEDERELINS, (Federal Insurance)

শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্স ,FEDERELINS(Federal Insurance),প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন শুরু হবে ১৯ মে বৃহস্পতিবার থেকে

(৯৬৫) ARAMIT Cement / আরামিট সিমেন্ট

শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট সিমেন্ট প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন শুরু হবে ১৯ মে বৃহস্পতিবার থেকে


(৯৬৪) ২৮ শতাংশ আয়কে ৪৫ শতাংশে উন্নীত করতে হবে।

শেয়ারবাজার :::: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশের ৪০ভাগ মানুষ বেকার এছাড়া প্রতিবছর ২৫ লাখ নতুন বেকার সৃষ্টি হচ্ছে এই বিপুল সংখ্যক মানুষের ভাগ্যেন্নয়নকে সামনে রেখে দেশের এসএমই (ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা) খাতকে আরো গুরত্ব দিতে হবে

মন্ত্রী আরো বলেন, আমাদের শিল্পখাতে বর্তমানের ২৮ শতাংশ আয়কে ৪৫ শতাংশে উন্নীত করতে হবে শিল্পখাতের মধ্যে দ্রব্য পণ্য উৎপাদনে বর্তমান ১১ শতাংশ আয় আরো বাড়াতে হবে

সিলেটে মঙ্গলবার ব্যাংকারদের নিয়ে তিনদিনের রেমিটেন্সমেলার পর আজ বুধবার দপুরে অনুষ্ঠিত হয় এসএমই উদ্যোক্তা ব্যাংকার সম্মেলন এবং ব্যাংকারদের নিয়ে জাতীয় কর্মশালা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন

বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, ক্ষুদ্র মাঝারি শিল্প হচ্ছে একটি দেশের অর্থনীতির মূল কাঠামো চীন, জাপান ভারতের মতো দেশ শিল্পোন্নয়নে এগিয়ে গেছে এসএমই খাতকে কাজে লাগিয়ে

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় সিলেটের একটি হোটেলে আয়োজিত আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলি খান

এসএমই উদ্যোক্তাদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, খাতের উদ্যোক্তাদের বিশ্ববাজার সম্পর্কে অবগত থাকতে হবে শুধুমাত্র উৎপাদনের জন্য যে দক্ষতা আছে সেটা যথষ্ট নয় বলে মন্তব্য করেন মন্ত্রী তিনি বলেন, সারা বিশ্বের অর্থনীতি এখন একীভূত হয়ে গেছে

কর্মশালায় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের মহব্যাবস্থাপক নির্মল চন্দ্র গুপ্ত বাংলাদেশ ব্যাংক এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাামের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী



(৯৬৩) সুপারিশ করেছে ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয়

শেয়ারবাজার :::: বন্ধ থাকা ৫টি বেসরকারি ল্যান্ড ফোন (পিএসটিএন) কোম্পানিগুলোর লাইসেন্স ফেরত দেওয়ার সুপারিশ করেছে ডাক টেলিযোগযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২৮তম বৈঠকে এই সুপারিশ করা হয়

কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবিষয়ে বাংলানিউজকে বলেন, ‘বৈঠকে ব্যাপারে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কমিটিকে বিস্তারিত জানানো হয়েছে বিটিআরসি লাইসেন্স ফেরত দেওয়ার যে শর্ত দিয়েছিলো তা নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন, ‘দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে।’

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অর্থবিভাগ, বিটিআরসি, বিটিসিএল, বিএসসিসিআই-এর সঙ্গে আলোচনা সাপেক্ষে পিএসটিএন নীতিমালা প্রণয়ন করে নতুন লাইসেন্স প্রদান নবায়ন করার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে

সেই সঙ্গে পিএসটিএন কোম্পানিগুলো যাতে নিয়মতান্ত্রিক উপায়ে ব্যবসা করতে পারে সে বিষয়ে তীক্ষ্ণ নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে বৈঠকে ইন্টারনেট মডেমের উপর শুল্কহার শূন্য করারও সুপারিশ করা হয়েছে

হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ মোঃ নজরুল ইসলাম বাবু, মোয়াজ্জেম হোসেন রতন এবং গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন

(৯৬২) রাখার ব্যাপারে আলোচনা হয়েছে

শেয়ারবাজার :::: নতুন আইপিও আসার ক্ষেত্রে, বুক বিল্ডিংয়ের ক্ষেত্রে যেসব আইন পরিবর্তন করা দরকার সেসব বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি

এছাড়া ১৯৯৬ এর অর্ডিন্যান্সের ব্যাপারেও আলোচনা হয়েছে বাজারে সার্ভিল্যান্স নিয়ন্ত্রণ কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারেও আলোচনা হয়েছে

ফখর উদ্দিন আরও বলেন, ‘সর্বোপরি বাজারে শৃঙ্খলা ফিরিয়ে এনে তা স্থিতিশীল রাখার ব্যাপারে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে কমিশন ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।’

সময় আরও উপস্থিত ছিলেন এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন, সদস্য হেলাল উদ্দিন নিজামী, সিএসইর জ্যেষ্ঠ সহ-সভাপতি আল মারুফ খান, সহ-সভাপতি তারেক কামাল, পরিচালক এএসএম শহিদুল্লাহ, এমকেএম মহিউদ্দিন মফিজ

(৯৬১) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে

শেয়ারবাজার :::: সিকিউরিটিজ একচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন বলেছেন, বাজারে স্থিতিশীলতা গতিশীলতা আনাই আমাদের মূল লক্ষ্য

সেইসঙ্গে এসইসি’র আইন পরিবর্তনের কাজ শিগগিরই শুরু করা হবে বলেও তিনি জানিয়েছেন

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এসইসি‘র নবনিযুক্ত চেয়ারম্যান এসব কথা বলেন

বৈঠক শেষে সিএসই চেয়ারম্যান ফখর উদ্দিন আলী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এসইসির নবনিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে বাজারে স্থিতিশীলতা গতিশীলতা কীভাবে আনা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে।’

(৯৬০) দেশের দুই পুঁজিবাজারে বুধবার

শেয়ারবাজার :::: দেশের দুই পুঁজিবাজারে বুধবার বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম, মূল্যসূচক লেনদেন কমেছে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, চলতি সপ্তাহের রোববার সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছিল মঙ্গলবার সরকারি ছুটি থাকায় পুঁজিবাজারে বন্ধ ছিল লেনদেন

বুধবার উভয় বাজারে লেনদেন শুরু হয় সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেনের প্রথম একঘণ্টায় ডিএসইতে মূল্যসূচক বাড়ে পয়েন্ট সিএসইতে ৩১ পয়েন্ট এসময়ে ডিএসইতে মোট ২২৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয় এর মধ্যে দাম বাড়ে ১০৯টির, কমে ৯৯টির এবং অপরিবর্তিত থাকে ১৯টি প্রতিষ্ঠানের দাম

বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইতে সূচক দ্রুত ওঠানামা করে এরপর সূচক কমতে থাকে যা লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত ছিল দশটি প্রতিষ্ঠানের দাম

একইসঙ্গে সাধারণ সূচক ৩০ পয়েন্ট কমে হাজার ৭৬০ পয়েন্টে নেমে যায় সার্বিক সূচক ২১ পয়েন্ট কমে নেমে যায় হাজার ৭৯৩ পয়েন্টে

এদিন ডিএসইতে লেনদেন হয় মোট ৪৫৫ কোটি লাখ ৮৩ হাজার টাকার শেয়ার ইউনিট আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬০৯ কোটি ২২ লাখ হাজার টাকা

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে দশ প্রতিষ্ঠানের শীর্ষে উঠে আসে বেক্সিমকো লিমিটেড এদিন কোম্পানির শেয়ার দর ১৬৭.৩০ টাকা থেকে ১৭২.৫০ টাকায় ওঠানামা করে সর্বশেষ ১৬৮.৪০ টাকায় লেনদেন হয় এর মোট ১২ লাখ ৮৭ হাজার ৭০০ শেয়ার হাজার ৯২৪ বারে হাতবদল হয়

লেনদেনের শীর্ষে থাকা অন্য নয় কোম্পানি হলো- বিএসআরএম স্টিল, বেক্সটেক্স, তিতাস গ্যাস, আফতাব অটো., পিএলএফএসএল, গোল্ডেন সন, বেক্সিমকো সিনথেটিক্স, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবি ব্যাংক

দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানি হলো- বিচ হ্যাচারি, সিএমসি কামাল, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমবি ফার্মা, এনএইচএফআইএল, নর্দান ইন্স্যুরেন্স, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইস্টার্ন লুব্রিক্যান্টস, সোনারবাংলা ইন্স্যুরেন্স পাইওনিয়ার ইন্স্যুরেন্স

দাম কমার দিক দিয়ে শীর্ষ দশ কোম্পানি ছিল- ইবনে সিনা, অগ্রনী ইন্স্যুরেন্স, নর্দান জুট, প্রাইম ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইমাম বাটন, মেট্রো স্পিনিং সোনারগাঁও টেক্সটাইল

অন্যদিকে সিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার সিএসইর সাধারণ সূচক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয় ১০ হাজার ৩৩০ পয়েন্টে সার্বিক সূচক ৯৫ পয়েন্ট কমে নেমে যায় ১৬ হাজার ৪২ পয়েন্টে

লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দাম বেড়েছে, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত ছিল আটটি প্রতিষ্ঠানের দাম

মোট লেনদেন হয় ৫৮ কোটি ১৭ লাখ ৫১ হাজার ৮৫৩ টাকার শেয়ার ইউনিট আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৩ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৬২৬ টাকা