(৯৭২) এম আই,MI,সিমেন্টের যাত্রা শুরু

শেয়ারবাজার :::: অবশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হলো এমআই সিমেন্ট এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির লেনদেন শুরু হচ্ছে আগামী রোববার

বুধবার বিকেল সাড়ে ৫টায় ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সতিপ্রতি মিত্র সাংবাদিকদের তথ্য জানান

এর আগে বুধবার দুপুরে ডিএসইর পরিচালনা পর্ষদের সঙ্গে এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন এমআই সিমেন্টের তালিকাভুক্তির ব্যাপারে আলোচনা করেন

দুপুর একটায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভা কক্ষে আলোচনা হয়

আলোচনা শেষে ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, ‘এসইসির নির্দেশক্রমে ডিএসইর আইনানুযায়ী এমআই সিমেন্টেকে তালিকাভুক্ত করা হচ্ছে।‘

তবে কবে নাগাদ লেনদেন শুরু হবে ব্যাপারে নির্দিষ্ট করে তখন কিছু জানাননি তিনি

ওই আলোচনায় এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী উপস্থিত ছিলেন

ডিএসইর পক্ষ থেকে শাকিল রিজভী ছাড়াও ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান পরিচালক আহমদ রশীদ (লালী)