(৯৭৬) ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট / FLEASEINT (First Lease Finance and Investment Ltd)

শেয়ারবাজার :::: অস্বাভাবিকভাবে দর বাড়ার ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ,FLEASEINT (First Lease Finance and Investment Ltd),কোম্পানি

বুধবার ডিএসইর ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়

সম্প্রতি দাম বাড়ার কারণ জানতে চেয়ে ওই কোম্পানিকে নোটিশ পাঠায় ডিএসই এর জবাবে কোম্পানি তথ্য জানায়