(১৭৬১) ইউরোপের ঋণ সংকট USA SHARE

শেয়ারবাজার   ::::  ইউরোপের ঋণ সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি দুর্বল হয়ে পরায় সে দেশের শেয়ারবাজারে মঙ্গলবার আবারও ধস নেমেছে।

ডো জোন্স ইন্ডাস্ট্রির শেয়ারের দাম গড়ে ১০০.৯৬ পয়েন্ট কমে  ১১ হাজার ১শ’ ৩৯ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ব্রডার এস অ্যান্ড অ্যাম্প পি ৫০০ এর দাম ৮ দশমিক ৭৩ (০ দশমিক ৭৪ শতাংশ) পয়েন্ট কমে ১ হাজার ১শ’ ৬৫ দশমিক ২৪ পয়েন্টে এবং নাসডাকের শেয়ার ৬ দশমিক ৫০ পয়েন্ট (০ দশমিক ২৬ শতাংশ) কমে ২ হাজার ৪শ’ ৭৩ দশমিক ৮৩ পয়েন্টে পৌঁছেছে।

ব্যাংক অব আমেরিকার শেয়ার ৩.৬ শতাংশ, জেপি মর্গান চেজ ৩.৪ শতাংশ এবং সিটি গ্রুপের শেয়ারে ২.৫ শতাংশ দরপতন হয়েছে।

তবে বন্ডের দাম কিছুটা বাড়লেও তা গত সপ্তাহের দামে এসে দাঁড়িয়েছে।

দরপতন প্রসঙ্গে ওয়েডবুশ মর্গান সিকিউরিটিসের ম্যানিজিং ডিরেক্টর মাইকেল জেমস বলেন, দিনের শুরুতে মন্দা অবস্থার মধ্যেও তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের প্রাধান্য ছিল। তাই বাজারের এ অবস্থাকে তিনি গভীর জলের মাছ বলে আখ্যা দেন।