শেয়ারবাজার :::: নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া নিয়ে সরকারের শীর্ষ মহল ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ঠাণ্ডা বিরোধ চলছে। সরকার দলীয় নেতা-কর্মীদের খুশি করার লক্ষ্যে নতুন করে বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দেওয়ার জন্যে জোর চেষ্টা করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের প্রায় অধিকাংশ কর্মকর্তারা এর বিরোধী।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশের সামগ্রিক আর্থিক অবস্থা বিবেচনা করলে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া ঠিক হবে না।
কারণ হিসাবে তারা বলছেন, এতে ব্যাংকগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে বিভিন্ন ধরনের চার্জ আদায়ের আওতাও।
পাশাপাশি ডিপোজিট সঙ্কটে ভুগবে একাধিক ব্যাংক।