( ৮৮০ ) সামিট গ্রুপের--SUMMIT GROUP

শেয়ারবাজার :::: সামিট গ্রুপের প্রতিটি ৩৪১ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ প্রকল্প বিবিয়ানা বিবিয়ানা -এর আর্থিক উপদেষ্টা নিযুক্ত হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিষয়ে চুক্তি স্বাক্ষর হয় প্রকল্পে সামিট গ্রুপের সঙ্গে যৌথ অংশীদার হিসেবে আছে জেনারেল ইলেকট্রিক (জিই)
আর্থিক উপদেষ্টা হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সামিট গ্রুপের জন্য একটি আর্থিক প্যাকেজ তৈরি করবে এবং বহুপক্ষীয় বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় অর্থের উৎস বের করবে
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও জিম ম্যাককেইব বলেন, ' প্রকল্পে সামিট গ্রুপের সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত'
সামিট গ্রুপের চেয়ারমান মি. আজিজ খান বলেন, 'বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্পে এই খাতের সেরা ফিন্যান্সিয়াল অংশীদারের পরামর্শ সহযোগিতা পেয়ে আমরা উচ্ছ্বসিত'
সময় উপস্থিত ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, ফিন্যান্স ডিরেক্টর আয়েশা আজিজ খান, সিএফও আজিজুর রশিদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভারত দক্ষিণ এশিয়ার হেড অব
ওসিসি ভেঙ্কটরামানন আনন্দরমন, দক্ষিণ-পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়ার হেড অব গ্রোথ মার্কেটস্ নিরুক্ত সাপরু, সিইও জিম ম্যাককেইব, হেড অব অরিজিনেশন অ্যান্ড ক্লায়েন্ট কাভারেজ আবরার আনোয়ার, হেড অব সিটিএ মাহ্ফুজুর রহমান ডিরেক্টর সিটিএ আরিফ আইনুল সুমন