শেয়ারবাজার :::: ব্যবসায়ীদের একটি অসৎ চক্রের মাধ্যমে হুন্ডিসহ অবৈধ নানা পথে প্রতিবছর দেশ থেকে বিপুল পরিমাণ মুদ্রা পাচার হয়ে যাচ্ছে। এই চক্রে কয়েকজন শিল্পপতি ও স্বর্ণ ব্যবসায়ী আছেন। চক্রের নেতাদের মধ্যে আছেন মহিউদ্দিন ও ইদ্রিস নামের দুই প্রভাবশালী ব্যক্তি। গোয়েন্দাসহ বিভিন্ন সূত্র মতে, শুধু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়েই প্রতিবছর ৮০০ কোটি টাকার সমপরিমাণ মুদ্রা বাইরে পাচার হচ্ছে। সরকারের কড়া নজরদারির অভাবে বিভিন্ন সীমান্ত এলাকা আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় ব্যাপকভাবে পাচারের ঘটনা ঘটছে এবং এগুলোর বেশির ভাগই ধরা পড়ে না। চলতি বছর এ পর্যন্ত মুদ্রাপাচারের ঘটনা ধরা পড়েছে মাত্র চারটি। উদ্ধার হয়েছে প্রায় ছয় কোটি টাকা। একাধিক গোয়েন্দা সূত্র এবং বর্তমানে আটকাবস্থায় থাকা দুই পাচারকারীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।