অর্থমন্ত্রী বলেন, সরকারের নিজস্ব পর্যবেক্ষণ হলো, পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়ের অভাব ছিল। ভবিষ্যতে সমন্বয়হীনতা যেন আর না হয়, সে জন্য বাংলাদেশ ব্যাংক, এসইসি ও স্টক এঙ্চেঞ্জ দুটির মধ্যে সমন্বয়ের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রণে এসইসি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে কমিটি যে মত দিয়েছে, সরকার তা গ্রহণ করছে না। বরং সরকার দেখছে যে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানও যথাযথভাবে পদক্ষেপ সব সময় নেয়নি। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার একটি গতিশীল প্রতিষ্ঠান। একে নিজের মতো গতিশীলভাবে চলতে হবে।