গতকাল অর্থমন্ত্রীর পেশ করা 'পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন ২০১১ সম্পর্কিত বিজ্ঞপ্তি'তে বলা হয়, এসইসি পুনর্গঠিত হওয়ার পর মো. আবদুস সালামের শেয়ার ব্যবসা সম্পর্কে বিশদ তদন্ত করা হবে। এ ছাড়া শামীমা শরিফের শেয়ার ব্যবসাও সন্দেহজনক। এসইসি ও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তদন্ত করবে। এ ছাড়া এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া ও হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন আহমদ চৌধুরীর বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয় বিভাগীয় মামলা করবে। এবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী আর ওয়াই শমসেরকেও সিইও পদ থেকে অপসারণেরও উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া তদন্ত কমিটির প্রতিবেদনে অন্য যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।