শেয়ারবাজার :::: অবলিখন আয়ের ওপর আরোপিত কর ৩৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বিও অ্যাকাউন্ট খোলার জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে আদায়কৃত ফির ওপর ৩৭.৫ শতাংশ কর আদায় করা হচ্ছে। এই কর কমিয়ে ১০ শতাংশ রাখার প্রস্তাব করেছে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জ (সিএসই)। তালিকাভুক্ত কম্পানিগুলোর বর্তমান কর হার ২৭.৫ শতাংশ। এই হার ২৫ শতাংশ পূর্ণ ধার্য করার প্রস্তাব করেছে। ঋণপত্র এবং বন্ডের আয় এই মুহূর্তে কর প্রদেয় আয়। এই কর থেকে পুরোপুরি অব্যাহতি চেয়েছে সিএসই।