শেয়ারবাজার :::: শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আসন্ন বাজেটে দুই স্টক এঙ্চেঞ্জ কয়েকটি ক্ষেত্রে কর শিথিলের প্রস্তাব করেছে। সাধারণ শেয়ারহোল্ডারদের প্রাপ্ত লভ্যাংশের ওপর দ্বৈত কর পরিহারের প্রস্তাব করেছে তারা। পুঁজিবাজারে শেয়ার ছাড়ার ক্ষেত্রে অভিহিত মূল্যের অতিরিক্ত প্রিমিয়ামের ওপর আরোপিত কর প্রত্যাহারেরও প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী অর্থবছরের (২০১১-১২) জাতীয় বাজেট সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে পৃথকভাবে এসব প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।