(১২৫৭) বাজেটে নেওয়া হবে না বলে তাকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী

শেয়ারবাজার :::: আহম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো পদক্ষেপ বাজেটে নেওয়া হবে না বলে তাকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুস্তফা কামাল বুধবার সংসদ ভবনের প্রচার কক্ষে সাংবাদিকদের বলেন, "পুঁজিবাজারের বিরুদ্ধে যায় এমন কোনো পদক্ষেপ নেবেন না বলে অর্থমন্ত্রী আমাকে নিশ্চিত করেছেন

"বাজেট নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে এবং মন্ত্রণালয়ের কাছে ৫১টি সুপারিশ পাঠানো হয়েছে"

কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি

বৈঠকে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংসদ সদস্য মোহাম্মদ আলী, একেএম মাইদুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম গোলাম দস্তগীর গাজি, অর্থসচিব মোহাম্মদ তারেক, ব্যাংকিং সচিব শফিকুর রহমান পাটোয়ারী, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান মো. খায়রুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন