শেয়ারবাজার :::: বিনিয়োগকারীদের পরিচয়পত্র, ডিএসই ভবনে সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপন, সরকারের তরফ থেকে গেইনট্যাঙ্ আরোপের চিন্তা ও বিও অ্যাকাউন্ট খোলার জন্য টিআইএন নম্বর বাধ্যতামূলক করার যেসব খবর বেরিয়েছে তাতেই দরপতন ঘটছে বলে অনেকের ধারণা। তবে এর কোনোটাই বাস্তবায়ন হচ্ছে না বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর পরও দরপতন হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে মানুষের মনে যে আস্থাহীনতা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে পারেনি শেয়ারবাজার। এ ছাড়া বিরাজমান তারল্য সংকট দূর করার কোনো উদ্যোগও নেওয়া হয়নি। প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা নিষ্ক্রিয়। ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার বেচাকেনা করার ক্ষমতা কমে গেছে। এত বড়বাজারে বড় বিনিয়োগকারীর অংশগ্রহণ ছাড়া স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে বাজার সংশ্লিষ্টরা মনে করেন। অধ্যাপক আবু আহমেদ এ প্রসঙ্গে বলেন, তারল্য সংকট ও বিনিয়োগকারীদের আস্থাহীনতা থেকেই দরপতন ঘটছে। ব্যাংক ও আর্থিক প্রাতিষ্ঠানসহ বড় বিনিয়োগকারীরা নিরাপত্তা বোধ না করলে তারল্য সংকট কাটবে না। আর তারল্য সংকট দূর না হলে দরপতনের ধারা থেকে বেরিয়ে আশা মুশকিল হবে বলে মন্তব্য করেন তিনি।