শেয়ারবাজার :::: দেরিতে হলেও এসইসি পুনর্গঠনের কাজ শুরু করাকে শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে সরকারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। এতে অভিভাবকহীন একটা অসহায় পরিস্থিতি থেকেও শেয়ারবাজার মুক্ত হবে বলে তাঁদের বিশ্বাস। বিধ্বস্ত পুঁজিবাজারে প্রাণসঞ্চার করা, বিনিয়োগকারী ও তালিকাভুক্ত কম্পানির আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করার বিশাল দায় এখন পুনর্গঠিত এসইসির কাঁধে। দায়িত্বের বিশালতা উপলব্ধি করছেন নতুন চেয়ারম্যান নিজেও। রবিবার কাজে যোগ দেওয়ার পরই তিনি বলেন, 'অনেক চ্যালেঞ্জকে সামনে রেখে এসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছি। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই হবে আমার প্রথম কাজ। এসইসির কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। বিনিয়োগকারীদের প্রতারণার হাত থেকে রক্ষা করা হবে। পুঁজিবাজারকে কাজে লাগিয়ে দেশের শিল্পায়ন ত্বরান্বিত করা হবে। বর্তমান আইনে সম্ভব না হলে এসইসির আইন পরিবর্তন করা হবে।'