শেয়ারবাজার :::: অবশেষে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক ড. এম খায়রুল হোসেন। এর আগে নতুন সদস্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেলালউদ্দীন নিজামীকে নিয়োগ দেওয়া হয়েছে। আরো দুজন সদস্য নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।