পরিচালনা পর্ষদকে অন্তর্বর্তীকালীন পর্ষদ হিসেবে রেখে দিতে চায় দুই স্টক এক্সচেঞ্জ- DSE-CSE-DEMUTUALIZATION


বর্তমান পরিচালনা পর্ষদকে অন্তর্বর্তীকালীন পর্ষদ হিসেবে রেখে দিতে চায় দুই স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ দুটির একাধিক পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে ঐকমত্যও হয়েছে বলে জানা গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আলাদা আলাদা সভা অনুষ্ঠিত হয়। এদিকে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ-সংক্রান্ত (ডিমিউচুয়ালাইজেশন) অনুমোদিত কর্মসূচি বা স্কিম ডিএসইর ওয়েবসাইট ও দুটি ইংরেজি দৈনিকে প্রকাশ করা হয়েছে। আইন অনুযায়ী, ডিএসই কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছে। ডিমিউচুয়ালাইজেশন আইনে বলা হয়েছে, কর্মসূচি অনুমোদনের সাত দিনের মধ্যে তা গেজেট, ওয়েবসাইট ও বাংলা-ইংরেজি মিলিয়ে মোট চারটি পত্রিকায় প্রকাশ করতে হবে। এরই অংশ হিসেবে গতকাল কর্মসূচিটি ওয়েবসাইট ও দুটি ইংরেজি দৈনিকে প্রকাশ করা হয়। কয়েক দিনের মধ্যে কর্মসূচিটি গেজেট আকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ গতকাল বৃহস্পতিবার অনুমোদিত কর্মসূচিটি গ্রহণ করেছে। গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এটি গ্রহণ করা হয়। সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন প্রথম আলোকে বলেন, সভায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৫ অক্টোবর বিশেষ সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বুধবার সিএসইর হাতে অনুমোদিত কর্মসূচিটি হস্তান্তর করেছে। সিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে কর্মসূচিটি ওয়েবসাইট, পত্রিকা ও গেজেট আকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। এ-সংক্রান্ত আইনের ৮(ক) ধারায় বলা হয়েছে, কর্মসূচি অনুমোদনের ৩০ দিনের মধ্যে সাধারণ সভা করতে হবে। ওই সভায় অনুমোদিত কর্মসূচি, স্টক এক্সচেঞ্জের পরিবর্তিত সংঘ স্মারক ও সংঘবিধি এবং প্রথম পরিচালনা পর্ষদের তালিকা বিশেষ সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন পর্ষদ সম্পর্কে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সুস্পষ্টভাবে কিছু উল্লেখ না করায় বর্তমান পর্ষদকে অন্তর্বর্তী পর্ষদ হিসেবে বহাল রাখতে চায় উভয় স্টক এক্সচেঞ্জ। জানতে চাইলে সিএসইর সিইও সৈয়দ সাজিদ হোসেন বলেন, ‘কর্মসূচি প্রাপ্তির ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জের পূর্ণাঙ্গ পর্ষদের প্রথম সভা অনুষ্ঠানের কথা বলা হয়েছে। আর অন্তর্বর্তীকালীন পর্ষদ সম্পর্কে সুস্পষ্ট কিছু বলা নেই। তাই পূর্ণাঙ্গ ডিমিউচুয়ালাইজড পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান পর্ষদ অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে। তবে এর মধ্যে যদি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে নির্দেশনা পাওয়া যায়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এদিকে অন্তর্বর্তীকালীন পর্ষদের বিষয়ে আইনের ব্যাখ্যা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএসইসি। বিএসইসি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর প্রয়োজনে বিএসইসি এ-সংক্রান্ত নির্দেশনা প্রদান করবে।

বিনিয়োগ করতে চায় বহুজাতিক প্রতিষ্ঠান মাস্টার কার্ড- MasterCard Wants to invest in Banglsdesh


জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সব ধরনের রাষ্ট্রীয় সেবা প্রদান ও আর্থিক লেনদেনে স্মার্টকার্ড তৈরির প্রকল্পে বিনিয়োগ করতে চায় বহুজাতিক প্রতিষ্ঠান মাস্টার কার্ড। শিগগিরই সরকারের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) পদ্ধতিতে এই বিনিয়োগ প্রস্তাব দেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশ সফরকালে প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় এই তথ্য দিয়েছেন প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়ার প্রধান বিকাশ ভর্মা। বিকাশ ভর্মা আরও জানান, নাইজেরিয়ায় এক কোটি ৩০ লাখ লোক স্মার্টকার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় সেবা ও আর্থিক লেনদেন করছেন। আর এই স্মার্টকার্ড তৈরি করে দিয়েছে মাস্টার কার্ড। জনাব ভর্মা বলেন, এই কার্ডের মাধ্যমে যেকোনো লাইসেন্স, রেশন, সামাজিক নিরাপত্তাসুবিধাসহ বিভিন্ন সেবা পাচ্ছেন নাইজেরিয়াবাসী। এতে নাইজেরিয়াবাসীর আর্থিক লেনদেন আরও সহজ হয়েছে। বিকাশ ভর্মার মতে, বাংলাদেশেও এই ধরনের সেবা দেওয়া সম্ভব হলে লেনদেন আরও সহজ হবে। একজন স্মার্টকার্ডধারী তাঁর হিসাবের মাধ্যমে যেকোনো ধরনের লেনদেন করতে পারবেন, আবার সরকারি সব সেবার অর্থও পেয়ে যাবেন। এতে সরকারি সুবিধাভোগের ক্ষেত্রে লুটপাট বন্ধ হয়ে যাবে। জাতীয় পরিচয়পত্র হিসেবেও এই স্মার্টকার্ড ব্যবহার করা যাবে। এমনকি এই কার্ড ব্যাংকের এটিএম বুথ বা পয়েন্ট অব সেলে (পিওএস) ব্যবহার করা যাবে। সর্বোপরি দেশের বিশাল জনগোষ্ঠীকে মূলধারার অর্থ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত করা যাবে। বিকাশ আরও জানান, বাংলাদেশের ২০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছানো যাচ্ছে। এর মধ্যে ৩ শতাংশ গ্রাহক লেনদেনের জন্য কার্ড ব্যবহার করেন। বাংলাদেশে প্রতিবছর গড়ে নয় হাজার ৬০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ খরচ করেন ভোক্তারা। এর মধ্যে মাত্র ১ শতাংশ হয় স্বয়ংক্রিয় পরিশোধ ব্যবস্থায়। বাংলাদেশকে ‘নিউ এশিয়ান টাইগার’ অভিহিত করে বিকাশ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে ৬ শতাংশ রয়েছে।

মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে বাণিজ্যিক স্বাধীনতা


টেলিযোগাযোগ খাতকে ব্যবসাবান্ধব করা দরকার। খাতটিতে এমন পরিবেশ গড়ে তোলা দরকার যাতে আরও বিদেশি বিনিয়োগ আসে। মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে বাণিজ্যিক স্বাধীনতা দিতে হবে। এদের ওপর সরকারের নিয়ন্ত্রণও থাকবে, কিন্তু তা হতে হবে সমঝোতা ও সহযোগিতামূলক। সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) আয়োজিত ‘বাণিজ্যিক স্বাধীনতা: মোবাইল টেলিযোগাযোগশিল্পের টেকসই উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক জাতীয় সংলাপে সরকারের মন্ত্রীরাই এমন অভিমত তুলে ধরেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এতে অতিথি ছিলেন। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীলকান্তি বোস। পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী অনীক রুশদ হক। এতে বিইউপি নির্বাহী পরিচালক নীলুফার বানু স্বাগত বক্তব্য দেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন ও ভোক্তার স্বার্থরক্ষায় যতটুকু দরকার অপারেটরদের ততটুকুই বাণিজ্যিক স্বাধীনতা দেওয়া উচিত। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে খুব কম দামে টেলিযোগাযোগ সেবা পাওয়া যায়। যদিও অপারেটর কোম্পানিগুলো উচ্চ করহারে জর্জরিত। করের হার কমানো গেলে তারা আরও উন্নত সেবা দিতে পারবে। সেবার মান নিয়ন্ত্রণে বিটিআরসি ঠিকমতো কাজ করছে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ খাতে নিয়ন্ত্রণ থাকা উচিত। তবে তা হতে হবে সর্বসম্মতিক্রমে। সুনীলকান্তি বোস বলেন, স্বাধীনতা চাইলেও অনেক সময় দেওয়া যায় না। কারণ, অপারেটররা এখনো গ্রাহকদের পুরোপুরি বিশ্বাস অর্জন করতে পারেনি। গ্রাহকস্বার্থ বিবেচনায় নিয়ে এবং নিয়মের মধ্যে থেকেই টেলিযোগাযোগ খাত বিকাশে অপারেটরদের বাণিজ্যিক স্বাধীনতা ভোগ করতে হবে বলে মনে করেন বিটিআরসির চেয়ারম্যান।

সতর্কতা- রহিমা ফুডের লেনদেন ব্যপারে-Be careful About Rahima Food-DSE


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি রহিমা ফুডের লেনদেন স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার লেনদেন শুরুর চার মিনিটের মাথায় সকাল ১০টা ৩৪ মিনিটে এটির লেনদেন স্থগিত করা হয়। ডিএসই কর্তৃপক্ষ বলছে, কিছুদিন ধরে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গত দুই দিনে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দুটি কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হলো। ডিএসইর কর্মকর্তারা জানিয়েছেন, মাত্র চার মিনিটের লেনদেনে গতকাল রহিমা ফুডের প্রতিটি শেয়ারের দাম দুই টাকা ৭০ পয়সা বা সাড়ে ৬ শতাংশ বেড়েছে। এ সময়ের মধ্যে কোম্পানিটির এক লাখ ২১ হাজার ৫০০ শেয়ার কেনাবেচা হয়েছে। তবে আজ বৃহস্পতিবার থেকে যথারীতি কোম্পানিটির শেয়ারের স্বাভাবিক লেনদেন চলবে। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দাম গত এক মাসে প্রায় আড়াই গুণ বেড়েছে। গত ২৫ আগস্ট যেখানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৬ টাকা ৬০ পয়সা। এক মাসের ব্যবধানে গতকাল তা বেড়ে হয়েছে ৪৩ টাকা ২০ পয়সা। এর আগে গত মঙ্গলবার সিভিও পেট্রোকেমিক্যালসের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। সেসঙ্গে কোম্পানিটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে ডিএসই। সংস্থাটি বলছে, তদন্তকাজ শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। এদিকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবার তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের পক্ষ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছে। কোম্পানি নিজে থেকেই ডিএসইকে দেওয়া এক চিঠির মাধ্যমে বিনিয়োগকারীদের সতর্ক করেছে। লিগ্যাসি ফুটওয়্যার জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কোনো তথ্য তাদের হাতে নেই।

সতর্কতা - রহিমা ফুড, আনোয়ার গ্যালভ্যানাইজিং ও জেএমআই সিরিঞ্জ এর ব্যপারে


অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পরিস্থিতিতে এবার বিনিয়োগকারীদের সতর্ক বা সাবধান করেছে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো রহিমা ফুড, আনোয়ার গ্যালভ্যানাইজিং ও জেএমআই সিরিঞ্জ। গতকাল রোববার ডিএসইর ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। কোম্পানিগুলোর পক্ষ থেকে বিনিয়োগকারীদের সর্তক করে বলা হয়েছে, শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের হাতে নেই। এই অবস্থায় এসব শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বৃহস্পতিবার উল্লিখিত তিন কোম্পানিসহ ১২টি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ তদন্তে ডিএসইকে নির্দেশ দেয়। কিছুদিন ধরে কোম্পানি তিনটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটে চলেছে। ডিএসইর ওয়েবসাইট থেকে দেখা যায়, গত এক মাসে রহিমা ফুডের প্রতিটি শেয়ারের দাম ১৬ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা ৭০ পয়সা। একইভাবে আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের শেয়ারের দাম এক মাসে ১৮ টাকা বেড়ে হয়েছে ৩৩ টাকা ৮০ পয়সা। আর জেএমআই সিরিঞ্জের প্রতিটি শেয়ারের দাম ১৮৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৩২২ টাকা। এদিকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে গতকাল বেলা একটার দিকে আবারও রহিমা ফুডের এবং অব্যাহত অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নর্দান জুটের লেনদেনও গতকাল স্থগিত করে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসই জানিয়েছে, সাময়িকভাবে কোম্পানি দুটির লেনদেন স্থগিত করা হয়েছে। ফলে আজ সোমবার আবারও এগুলোর স্বাভাবিক লেনদেন হবে। তবে ডিএসই প্রয়োজন মনে করলে লেনদেনে আবারও যেকোনো সময় স্থগিতের সিদ্ধান্ত নিতে পারে।

এয়ারটেল থ্রিজি এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন - Airtel-3G Operation started


মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের থ্রিজি কার্যক্রম শুরু হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন গত বুধবার ঢাকায় এয়ারটেলের করপোরেট অফিসে এয়ারটেল থ্রিজি এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবদুস সাত্তার, ডাক ও টেলিযোগাযোগসচিব মো. আবু বকর সিদ্দীক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীলকান্তি বোস উপস্থিত ছিলেন। থ্রিজির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিটসহ এয়ারটেলের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী ও বিশেষ অতিথিরা এ সময় এয়ারটেল বাংলাদেশের কর্মকর্তাদের সহায়তায় এয়ারটেল থ্রিজি এক্সপেরিয়েন্স জোন ঘুরে দেখেন। তাঁরা উচ্চ গতিতে বড় আকারের ফাইল ডাউনলোড, ইউটিউবে ভিডিও স্ট্রিমিং, অ্যাপ্লিকেশন ডাউনলোড, এয়ারটেল বাজ-এ ভিডিও আপলোড এবং দ্রুত ইন্টারনেট ব্রাউজিং দেখেন। টেলিযোগাযোগমন্ত্রী বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে একজন বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীর সঙ্গে ভিডিও কথোপকথন করেন। বিজ্ঞপ্তি।