সাম্প্রতিক সময়ে বাজারে আসা মিউজিক ভিডিওগুলোর, বিশেষ করে ইংরেজি ভাষার এ জাতীয় ভিডিওর বেশির ভাগই যৌনতা ও সহিংসতায় ঠাসা। অভিভাবকদের মতে, পপতারকারা তাঁদের গানের কাটতি বাড়াতে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। শিশুরা প্রতিনিয়ত এসব কুরুচিপূর্ণ ভিডিও দেখছে এবং এ বিষয়গুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে।
প্যারেন্টিং-বিষয়ক ওয়েবসাইট নেটমামসের সিওভান ফ্রিগার্ড এ-সংক্রান্ত একটি সমীক্ষার পর এসব তথ্য জানিয়েছেন।
দেড় হাজার অভিভাবকের ওপর এই সমীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, তাঁদের ৮২ শতাংশ শিশুই বুঝে বা না বুঝে যৌনতায় ভরা গান গায়, আবেদনপূর্ণ নাচ অনুকরণের চেষ্টা করে। তবে অভিভাবকদের দাবি, তাঁদের শিশুরা যে ওই বিষয়গুলো একেবারেই বোঝে না, এমন নয়। কারণ না বোঝা বিষয়গুলো নিয়ে তারা প্রতিনিয়ত মা-বাবাকে প্রশ্ন করে।
সাম্প্রতিক মিউজিক ভিডিওগুলোর মধ্যে মাইলি সাইরাসের 'রেকিং বল' এবং রিহানার 'পোর ইট আপ' শীর্ষক অ্যালবাম দুটির বিরুদ্ধে প্রবলভাবে যৌনতার অভিযোগ উঠেছে। সমীক্ষায় অংশগ্রহণকারী তিন-চতুর্থাংশ অভিভাবকই জানান, পপতারকারা মেয়েদের শেখাচ্ছেন, 'অর্জন বা ব্যক্তিত্ব নয়; তারা কতটা আকর্ষণীয় তার ওপর ভিত্তি করে তাদের মূল্যায়ন করা হয়।' আর ছেলেদের উদ্দেশে বার্তা হচ্ছে, 'যৌনতা সহজলভ্য এবং নারীদের শারীরিক গঠন পর্ণতারকাদের মতোই হওয়া উচিত।'
ফ্রিগার্ড বলেন, কিছু বিষয় অতিরিক্ত বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। যৌনতা ও সহিংসতার ওপর ভিত্তি করে পপ ভিডিওগুলোতেও রেটিং ব্যবস্থা থাকা প্রয়োজন।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/last-page/2013/11/10/20003#sthash.9XDyTRxO.dpuf