ঐশ্বরিয়া সুইসাইড- 17 yrs old ashwaria committed suicide for facebook

ভারতের পশ্চিমাঞ্চলে ১৭ বছরের ঐশ্বরিয়া নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। ফেসবুক ব্যবহার নিয়ে তার বাবা-মায়ের সঙ্গে বচসার জের ধরে সে আত্মহত্যা করে। শুক্রবার পুলিশ এ কথা জানায়। নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কর্মকর্তা এএফপিকে বলেন, মহারাষ্ট্র রাজ্যের পার্বহানি শহরে বাবা-মায়ের সঙ্গে বচসার পর বুধবার শোয়ার ঘর থেকে কলেজ-পড়ুয়া ঐশ্বরিয়া দাহিওয়ালকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। নানাল পাথ পুলিশ স্টেশনের ওই পুলিশ কর্মকর্তা বলেন, বুধবার রাতে এই কিশোরী ফেসবুক ব্যবহার করা নিয়ে তার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে। বাবা-মা তাকে ফেসবুক ব্যবহার ও সারাক্ষণ মোবাইলে চ্যাট করা থেকে বিরত থাকতে বললে তাদের মধ্যে ঝগড়া বাধে। মেয়েটির বাবা-মা এসব আজেবাজে কাজ না করে তাকে পড়ালেখায় মনোযোগ দিতে বলেন। এনিয়ে ঝগড়ার পর ঐশ্বরিয়া তার শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে গলায় ফাঁস দেয়। আত্মহত্যার আগে একটি চিরকুটে কারণ উল্লেখ করে যায় সে।