একজন বিখ্যাত কৌতুক অভিনেতা তাকে যৌন নিপীড়ন করেছিলেন- Popstar Amenda Told about her sexual harrasment

পপস্টার ম্যাডেনার পর এবার অ্যামান্ডা হোল্ডেনও বললেন, একজন বিখ্যাত কৌতুক অভিনেতা তাকে যৌন নিপীড়ন করেছিলেন। এতদিন বিষয়টি তিনি গোপন রেখেছেন, কারণ তিনি চাননি তার স্বামী লেস ডেনিস বিষয়টা জেনে গোলমাল করুক। ৪২ বছর বয়সে এসে আত্মজীবনীতে এ কথা প্রকাশ করে দিয়েছেন অ্যামান্ডা। ব্রিটেনের ডেইলি স্টার পত্রিকা এ খবর দিয়েছে। অ্যামান্ডা লিখেছেন, একটি অনুষ্ঠানে তিনি স্বামী ডেনিসের সঙ্গে গিয়েছিলেন। সেখানে টয়লেট থেকে বের হওয়ার পথে এক কোণায় একজন কমেডিয়ান তাকে ধরে বসেন। তিনি নাম উল্লেখ না করে বলেন, সেই অভিনেতা তাকে চুমো খাওয়ার চেষ্টা করেন এবং আপত্তিকর স্থানে হাত দেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। অ্যামান্ডা দেখতে পান, তাদের প্রতিবিম্ব একটি আয়নায় দেখা যাচ্ছে। এতে তিনি বিমূঢ় হয়ে পড়েন। তখন অভিনেতা অন্ধের মতো পথ হাতড়াতে থাকেন এবং তার নাক টিপে দিয়ে চলে যান। এখন অ্যামান্ডা জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'ব্রিটেন হ্যাজ গট ট্যালেন্টে'র বিচারক। ২০০৩ সালে তিনি ডেনিসকে ডিভোর্স দিয়ে ক্রিস হিউজকে বিয়ে করেন।