দীপিকার উদ্দেশে ডিম ও টমেটো ছোঁড়ার সিদ্ধান্ত - Dipika was insulted by Eggs and Tomato


পরপর দুটি সুপার হিট সিনেমার সাফল্য এখন দীপিকা পাড়ুকোনের ঝুলিতে। সামনে আসছে 'রামলীলা'। সেক্সপিয়ারের 'রোমিও অ্যান্ড জুলিয়েট' অবলম্বনে তৈরি এই সিনেমাটি নিয়ে অনেকেই আশাবাদী। কিন্তু সিনেমার কিছু বিষয় ইতিমধ্যে তর্কের ঝড় তুলেছে। ভক্তরা ক্ষেপে আছেন দীপিকার ওপর। সম্প্রতি দীপিকা গিয়েছিলেন ভারতের আহমেদাবাদে। উদ্দেশ্য গার্বা ও ডান্ডিয়া উৎসবে যোগদান। কিন্তু সেখানে উপস্থিত কিছু লোক রামলীলার প্রতিবাদে দীপিকার উদ্দেশে ডিম ও টমেটো ছোঁড়ার সিদ্ধান্ত নেয়। তখন ক্ষিপ্ত লোকদের জানিয়ে দেয়া হয়, সিনেমা থেকে বিতর্কিত উপাদানগুলো এডিট করা হচ্ছে। আর নিরাপত্তা পর্যাপ্ত ব্যবস্থা তো ছিলই!