Declined 204 company share price

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। দিন শেষে লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৯৮ পয়েন্ট কমে ৫,০৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে পাঁচ মিনিটে গতকালের চেয়ে কমে যায় ১৪ পয়েন্ট। আবার ২০ মিনিটে ১৭ পয়েন্ট বেড়ে যায়। ১১টা ৫০ মিনিটে সূচক বাড়ার হার সর্বোচ্চ ২৩ পয়েন্ট ছিল। এরপর আবারো কমতে থাকে সূচক এবং দিনের শেষ পর্যন্ত সূচক কমার হার অব্যাহত ছিল।
আজ লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ৪৪টির দাম, কমেছে ২০৪টির আর অপরিবর্তিত আছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে।
দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, সিটি ব্যাংক, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস এবং সামিট পাওয়ার।