পুঁজিবাজারের সাম্প্রতিক সঙ্কট থেকে উত্তরণে মঙ্গলবার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে ২শ’ কোটি টাকা ডিমান্ড লোন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ অর্থ দিয়ে আইসিবি পুঁজিবাজার থেকে শেয়ার কিনবে বলে জানা গেছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, পুঁজিবাজারের দেখাশোনা করা বাংলাদেশ ব্যাংকের কাজ নয়। তারপরও সার্বিকভাবে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বাংলাদেশ ব্যাংক এ অর্থ দিয়েছে।
পুঁজিবাজারের সাম্প্রতিক সঙ্কট থেকে উত্তরণে মঙ্গলবার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে ২শ’ কোটি টাকা ডিমান্ড লোন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ অর্থ দিয়ে আইসিবি পুঁজিবাজার থেকে শেয়ার কিনবে বলে জানা গেছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, পুঁজিবাজারের দেখাশোনা করা বাংলাদেশ ব্যাংকের কাজ নয়। তারপরও সার্বিকভাবে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বাংলাদেশ ব্যাংক এ অর্থ দিয়েছে।
এ অর্থ দিয়ে আইসিবি পুঁজিবাজার থেকে শেয়ার কিনবে বলে জানা গেছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, পুঁজিবাজারের দেখাশোনা করা বাংলাদেশ ব্যাংকের কাজ নয়। তারপরও সার্বিকভাবে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বাংলাদেশ ব্যাংক এ অর্থ দিয়েছে।
অকল্পনিয় ১৮০ সার্কিট ব্রেকার
দেশের পুঁজিবাজারের ইতিহাসে সাধারণ মূল্যসূচক বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড হয়েছে আজ মঙ্গলবার। বেলা তিনটার সময় ডিএসইর লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১০১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৫১২ পয়েন্টে। এর আগে ২০০৯ সালের ১৬ নভেম্বর ডিএসইর সাধারণ মূল্যসূচক সর্বোচ্চ ৭৬৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।
গতকাল সোমবার ডিএসইতে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের ঘটনা ঘটে। লাখ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে রাস্তায় নেমে এসে বিক্ষুব্ধ ও সহিংস প্রতিবাদ শুরু করে। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো বন্ধ করে দেওয়া হয় দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই ধরনের ঘটনা ঘটে।
গতকাল বিকেলেই এসইসি, ডিএসই ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জরুরি বৈঠকে মিলিত হয়ে আগে নেওয়া বেশ কয়েকটি সিদ্ধান্ত নতুন করে সমন্বয় করেন।
আজ মঙ্গলবার ডিএসইর লেনদেন আবার শুরু হলে সাধারণ মূল্যসূচক ওপরে উঠতে থাকে। প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়ে যায়। ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া মোট ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৪৩টির এবং কমেছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিকে ডিএসইতে আজ মঙ্গলবার ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধির সর্বোচ্চ সীমায় (সার্কিট ব্রেকার) সেগুলোর লেনদেন স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বন্ধ হয়ে যায়। এসব প্রতিষ্ঠানের শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না বলে জানা গেছে।
মঙ্গলবার ঢাকা শেয়ারবাজারে মোট ৯৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান ছিল—বেক্সিমকো লিমিটেড, বেক্সটেক্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিক লিমিটেড, এবি ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড।
গতকাল সোমবার ডিএসইতে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের ঘটনা ঘটে। লাখ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে রাস্তায় নেমে এসে বিক্ষুব্ধ ও সহিংস প্রতিবাদ শুরু করে। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো বন্ধ করে দেওয়া হয় দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই ধরনের ঘটনা ঘটে।
গতকাল বিকেলেই এসইসি, ডিএসই ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জরুরি বৈঠকে মিলিত হয়ে আগে নেওয়া বেশ কয়েকটি সিদ্ধান্ত নতুন করে সমন্বয় করেন।
আজ মঙ্গলবার ডিএসইর লেনদেন আবার শুরু হলে সাধারণ মূল্যসূচক ওপরে উঠতে থাকে। প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়ে যায়। ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া মোট ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৪৩টির এবং কমেছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিকে ডিএসইতে আজ মঙ্গলবার ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধির সর্বোচ্চ সীমায় (সার্কিট ব্রেকার) সেগুলোর লেনদেন স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বন্ধ হয়ে যায়। এসব প্রতিষ্ঠানের শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না বলে জানা গেছে।
মঙ্গলবার ঢাকা শেয়ারবাজারে মোট ৯৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান ছিল—বেক্সিমকো লিমিটেড, বেক্সটেক্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিক লিমিটেড, এবি ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড।
পাওয়ার গ্রিড
The company has informed that an embezzlement of TK. 63.75 had occurred in Ishwardi-Baghabari-Sirajgonj-Bogra 230 KV Transmission Line Project and Sylhet-Shahajibazar-Brahmanbaria 230 KV Transmission Line Project of the secretariat of General Manager (Project) of Power Grid Company of Bangladesh Ltd. Two separate investigation committee had been formed by the Management and Directors of the company in this regard. The matter of taking necessary disciplinary action against the responsible persons based on the investigation report is under process. Besides, a complaint had been filed with the Anti Corruption Commission of Bangladesh to take necessary action against the responsible persons for the said embezzlement.
The company has informed that an embezzlement of TK. 63.75 crore had occurred in Ishwardi-Baghabari-Sirajgonj-Bogra 230 KV Transmission Line Project and Sylhet-Shahajibazar-Brahmanbaria 230 KV Transmission Line Project of the secretariat of General Manager (Project) of Power Grid Company of Bangladesh Ltd. Two separate investigation committees had been formed by the Management and Directors of the company in this regard. The matter of taking necessary disciplinary action against the responsible persons based on the investigation report is under process. Besides, a complaint had been filed with the Anti Corruption Commission of Bangladesh to take necessary action against the responsible persons for the said embezzlement.
কাশেম ড্রাই
২৫০০০ শেয়ার ক্রয় করার ইচ্ছা প্রকাশ
Dr. Reyan Anis Islam, one of the Sponsors/Directors of the company, has reported his intention to buy 25,000 shares of the company at prevailing market price through Stock Exchange within next 30 working days
Dr. Reyan Anis Islam, one of the Sponsors/Directors of the company, has reported his intention to buy 25,000 shares of the company at prevailing market price through Stock Exchange within next 30 working days
এবার হাউজগুলো ঋণ দিতে বাধ্য হবে নইলে লেনদেন স্টপ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গতকালের সিদ্ধান্ত অনুযায়ী ১:২ হারে মার্জিন ঋণ না দেওয়ায় আজ মঙ্গলবার সকালে বিনিয়োগকারীরা কয়েকটি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসে বিক্ষোভ প্রদর্শন করেছে। আইডিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক ও ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে তাঁরা কয়েকটি হাউসে লেনদেনও বন্ধ করে দেন। বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন, আজ সকালে লেনদেনের শুরুতে তাঁরা বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসে এসইসির সিদ্ধান্ত অনুয়ায়ী ১:২ মার্জিন ঋণ প্রদানের দাবি জানান। তবে ওই হাউসগুলো থেকে এসইসির নির্ধারিত হারে ঋণ না দেওয়ায় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন।
এ ব্যাপারে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মর্তুজা আহমেদ এসইসির সিদ্ধান্ত অনুয়ায়ী ঋণ না দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোতে বেশ তারল্যসংকট রয়েছে। এ কারণে ওই হারে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছুটা বাড়িয়েছি। বেশির ভাগ হাউসে ১:০.৭৫ হারে ঋণ দেওয়া হচ্ছে। ধীরে ধীরে এই হার বাড়ানো হবে।’
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যাপস্থাপনা পরিচালক একরামুল হক বলেন, ‘আমরা এর আগে নিয়মানুযায়ী মার্জিন ঋণ দিয়েছি। বর্তমানে তারল্যসংকটের কারণে নিয়মানুযায়ী ঋণ দিতে পারছি না।’ তবে ঋণের হার ১:০.৭৫ হারে দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
এ ব্যাপারে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মর্তুজা আহমেদ এসইসির সিদ্ধান্ত অনুয়ায়ী ঋণ না দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোতে বেশ তারল্যসংকট রয়েছে। এ কারণে ওই হারে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছুটা বাড়িয়েছি। বেশির ভাগ হাউসে ১:০.৭৫ হারে ঋণ দেওয়া হচ্ছে। ধীরে ধীরে এই হার বাড়ানো হবে।’
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যাপস্থাপনা পরিচালক একরামুল হক বলেন, ‘আমরা এর আগে নিয়মানুযায়ী মার্জিন ঋণ দিয়েছি। বর্তমানে তারল্যসংকটের কারণে নিয়মানুযায়ী ঋণ দিতে পারছি না।’ তবে ঋণের হার ১:০.৭৫ হারে দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
1st hour
টানা ছয় দিন দরপতনের পর আজ চাঙা ভাব দেখা যাচ্ছে। আজ মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ৩৪ মিনিটে সাধারণ সূচক ৯৩২ পয়েন্ট বেড়ে গেছে। একই সঙ্গে লেনদেন হওয়া প্রায় সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে।
বেলা ১১টা ৩৪ মিনিটে সাধারণ সূচক ৯৩২ পয়েন্ট বেড়ে ৭৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। বিগত ছয় দিনের দরপতনে ডিএসইতে সাধারণ সূচক কমে যায় ১৮২৯ পয়েন্ট।
বেলা ১১টা ৩৪ মিনিটে সাধারণ সূচক ৯৩২ পয়েন্ট বেড়ে ৭৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। বিগত ছয় দিনের দরপতনে ডিএসইতে সাধারণ সূচক কমে যায় ১৮২৯ পয়েন্ট।
ন্যশনাল লাইফ
The company has informed that the Board of Directors of the company has decided to purchase land located at Panthapath, Raja Bazar, Tejgaon, Dhaka measuring 27.5 katha @ Tk. 1.75 crore per katha totaling Tk. 48.125 crore, excluding registration and any other incidental cost to be incurred in due course.