এবার হাউজগুলো ঋণ দিতে বাধ্য হবে নইলে লেনদেন স্টপ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গতকালের সিদ্ধান্ত অনুযায়ী : হারে মার্জিন ঋণ না দেওয়ায় আজ মঙ্গলবার সকালে বিনিয়োগকারীরা কয়েকটি মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসে বিক্ষোভ প্রদর্শন করেছে আইডিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীরা বিক্ষোভ প্রদর্শন করেন একই সঙ্গে তাঁরা কয়েকটি হাউসে লেনদেনও বন্ধ করে দেন বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন, আজ সকালে লেনদেনের শুরুতে তাঁরা বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসে এসইসির সিদ্ধান্ত অনুয়ায়ী : মার্জিন ঋণ প্রদানের দাবি জানান তবে ওই হাউসগুলো থেকে এসইসির নির্ধারিত হারে ঋণ না দেওয়ায় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন
ব্যাপারে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মর্তুজা আহমেদ এসইসির সিদ্ধান্ত অনুয়ায়ী ঋণ না দেওয়ার কথা স্বীকার করেন তিনি বলেন, ‘মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলোতে বেশ তারল্যসংকট রয়েছে কারণে ওই হারে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না তবে আমরা কিছুটা বাড়িয়েছি বেশির ভাগ হাউসে :.৭৫ হারে ঋণ দেওয়া হচ্ছে ধীরে ধীরে এই হার বাড়ানো হবে।’
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যাপস্থাপনা পরিচালক একরামুল হক বলেন, ‘আমরা এর আগে নিয়মানুযায়ী মার্জিন ঋণ দিয়েছি বর্তমানে তারল্যসংকটের কারণে নিয়মানুযায়ী ঋণ দিতে পারছি না।’ তবে ঋণের হার :.৭৫ হারে দেওয়া হচ্ছে বলে তিনি জানান