বাজারের লেনদেন কমে যাওয়াকে বিনিয়োগকারীদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, বাজারের সাম্প্রতিক পরিস্থিতিতে অধিকাংশ সাধারণ বিনিয়োগকারী লেনদেনে নিষ্ক্রিয় রয়েছেন। তাঁদের বেশির ভাগই হাতে শেয়ার ধরে রেখে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাজারে একেবারে নেই বললেই চলে।
এ কারণে বাজারে লেনদেন কমে গেছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে গত সপ্তাহে রাজধানী ঢাকার মতিঝিলের কয়েকটি ব্রোকারেজ হাউস ঘুরে দেখা গেছে, বিনিয়োগকারীদের উপস্থিতিও খুব কম।