দরপতনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ ও সেবা মাশুল মওকুফের সুপারিশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে সংস্থাটি লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমিয়ে আনা ও শেয়ারের অভিন্ন মার্কেট লট করার সুপারিশ করেছে। গতকাল বুধবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এসব সুপারিশ গ্রহণ করা হয়।
ডিএসই বলছে, এসব সুপারিশ লিখিতভাবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হবে। কমিশনই সুপারিশগুলো বাস্তবায়নের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।