(২০৩৫) বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ


কোনো কোম্পানির উদ্যোক্তাদের বা পরিচালকদের ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একই সঙ্গে কোনো কোম্পানির পাঁচ শতাংশের বেশি শেয়ার আছে এমন শেয়ারহোল্ডারদেরও ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা শেয়ার বিক্রি করতে পারবে না।

আজ বুধবার এসইসি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মূখপাত্র সাইফুর রহমান। তিনি বলেন, "বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করেই এসইসি এ সিদ্ধান্ত নিয়েছে।"

সাইফুর রহমান বলেন, "গত সপ্তাহে বাজার সংশ্লিষ্টদের সঙ্গে এসইসি বৈঠক করেছে। ওইসব বৈঠকে উদ্যোক্তা পরিচালকদের ব্যাপকহারে শেয়ার বিক্রির বিষয়টি আলোচনা হয়েছে।" তিনি বলেন, "উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি করায় বাজার পড়ে যাচ্ছে বলে সমালোচনা করেছে সংশ্লিষ্টরা।"