(১৮৭০) লেনদেন নিষ্পত্তির সময় তিন দিনে

ডিএসইর সভায় ১০ টাকা অভিহিত মূল্যের ১০০ টাকার শেয়ার নিয়ে অভিন্ন মার্কেট লট করা এবং লেনদেন নিষ্পত্তির সময় তিন দিনে নামিয়ে আনার ব্যাপারে একমত পোষণ করা হয়। বর্তমান শেয়ারবাজারে লেনদেন নিষ্পন্ন হতে ন্যূনতম চার কার্যদিবস সময় লাগে। পাশাপাশি বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শেয়ার লেনদেনের ক্ষেত্রে টাকার আর্থিক সমন্বয় (নেটিং) সুবিধা চালু ও লেনদেনের করহার কমাতে নিয়ন্ত্রক সংস্থার কাছে ডিএসই লিখিত সুপারিশ করবে বলে জানা গেছে।