ব্যয় সংকোচন নীতি নিয়েছে দেশের প্রথম সারির বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক। এ নীতির আওতায় ব্যাংকটি বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করছে বলে জানা গেছে। সম্প্রতি চাকরি হারানো কর্মীরা জানিয়েছেন, গত দুই মাসে ব্যাংকের প্রায় ৩৫০ জনের চাকরি গেছে। পাইপলাইনে বা চাকরিচ্যুত হওয়ার আশঙ্কায় আছেন আরও ৬০০ থেকে ৭০০ জন। এ ছাড়া ব্যাংকের কয়েকটি কার্যালয়ের কার্যক্রম গুটিয়ে গুলশান অনিক টাওয়ারে নেয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান কর্মী ছাঁটাই বা ব্যয় সংকোচনের কথা অস্বীকার করেছেন। তিনি বণিক বার্তাকে বলেন, ‘প্রতি বছর কমবেশি ৫ শতাংশ অদক্ষ কর্মী ছাঁটাই হয়ে থাকে। তারই অংশ হিসেবে কিছু লোকের চাকরি গেছে। তবে তা ১০০-এরও কম।’