ডিএসইর বাজার মূলধনের আকার অনুযায়ী, দৈনিক গড় লেনদেনের পরিমাণ ১ হাজার কোটি টাকার উপরে হওয়া উচিত বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। লেনদেনের পরিমাণ কমে যাওয়ার কারণ হিসেবে সাধারণ বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন বাজার সংশ্লিষ্টরা। এ জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে নিজস্ব পোর্টফোলিও মেইনটেন করতে বাধ্য করা উচিত বলে জানিয়েছেন তারা। একই সঙ্গে ব্যাংক, বীমা কোম্পানিসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান দায়িত্বশীল ভূমিকা পালন করলে শেয়ারবাজার স্থিতিশীল হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।