(১৮৪১) ডিএসই গতকাল যে পদক্ষেপ নিয়েছে, তা খুবই ভালো

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, ডিএসই গতকাল যে পদক্ষেপ নিয়েছে, তা খুবই ভালো। তবে এর যথাযথ প্রয়োগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
হ্যাক সিকিউরিটিজ লিমিটেডের মহাব্যবস্থাপক জিকরুল হক বলেন, ঈদের পর থেকে তাঁদের হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কমে গেছে। এ অবস্থা চলতে থাকলে হাউস চালাতে হিমশিম খেতে হবে তাঁদের।
আরেক ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা  বলেন, শুধু বৈঠক করলেই হবে না। সেখান থেকে ইতিবাচক কিছু আসতে হবে। মার্চেন্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় তহবিল গঠনের মাধ্যমে আরও বেশি বাজারে সক্রিয় হতে হবে। এ ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ ঘোষণা আসতে হবে।