(১৭৩৬) আজ ঘটল অনেক কিছু,জেনে নিন

শেয়ারবাজার :::: টানা দরপতনের প্রতিবাদে সোমবার দুপুর ১২ টা ২০ মিনিটে ডিএসইর মূল ফটকের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা।
দুপুর ১টার দিকে ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বরমুখী এক পাশের রাস্তার যান চলাচল বন্ধ করে রেখেছেন বিনিয়োগকারীরা। দুপুর ২টা ৪৩ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত থাকলেও বিক্ষোভকারীদের বাধা দিচ্ছেন না।
দুপুর পৌনে ২টার দিকে মতিঝিল পানি উন্নয়ন বোর্ডের সামনে টায়ার জ্বালিয়ে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন।
এ সময় তারা অর্থমন্ত্রী ও ডিএসইর সভাপতি শাকিল রিজভীর পদত্যাগ দাবি করে স্লোগান দেন।
আড়াইটার দিকে ডিএসইর মূল ফটকের সামনে দিয়ে র্যাবের একটি পাজেরো জিপ গাড়ি যাওয়ার সময় তাতে হামলা চালায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। তবে ঢাকা মেট্রো ঘ-১১-৬৭-৭৫ নম্বরের ওই গাড়িতে র্যাবের কোনও কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
এরপর দুপুর পৌনে ৩ টার দিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বাঁশের মাথায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
এদিকে, বিক্ষোভের কারণে কয়েকটি ব্রোকারেজ হাউজের লেনদেন বন্ধ রয়েছে বলে জানা গেছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘ পূর্ব ঘোষিত ৬ দফা বাস্তবায়নের দাবিতে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি।’