(১৯৪১) লভ্যাংশ ঘোষণার পর


লভ্যাংশ ঘোষণার পর  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী ছিল প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ডের শেয়ার দর। গতকাল বৃহস্পতিবার এ শেয়ারের দর ৪ দশমিক ২৮ শতাংশ বেড়ে গেলে কোম্পানিটি উঠে আসে শীর্ষ দর বাড়ার তালিকার অষ্টম স্থানে।
ডিএসই সূত্রে জানা যায়, বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদ গতকাল প্রথম বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) মিউচুয়াল ফান্ডের জন্য লভ্যাংশ সুপারিশ করেছে। পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সন্তুষ্ট করতে পারায় গতকাল এই ফান্ডের দর উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।