(১৮০৩) বৈঠকে বসবে আজ ডিএসই কার্যালয়ে

টানা দরপতন, লেনদেনে নিম্নমুখী প্রবণতা কাটিয়ে শেয়ারবাজারে স্বাভাবিক অবস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারেজ হাউসগুলোর সঙ্গে বৈঠকে বসবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ রোববার ডিএসই কার্যালয়ে পরিচালনা পর্ষদের সঙ্গে এ বৈঠক হবে বলে জানিয়েছেন সভাপতি শাকিল রিজভী। বৈঠকে শেয়ারবাজারে লেনদেন কমে যাওয়া, ধারাবাহিক দরপতনের কারণ নির্ণয় এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ডিএসইর করণীয় নির্ধারণের বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে।