শেয়ারবাজার :::: বাজেটে পুঁজিবাজার-বান্ধব সিদ্ধান্ত আসতে পারে_এমন খবরে এ মূল্যবৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা এবং এটাকে স্বাভাবিক বলেও মনে করছেন তাঁরা। ফলে বাজার স্থিতিশীল হয়ে ওঠবে বলে মনে করেন বাজার বিশ্লেষক অধ্যাপক ওসমান ইমাম। তিনি বলেন, কয়েকটি ঘটনায় বাজার ইতিবাচক আচরণ করেছে। এর মধ্যে রয়েছে এসইসিতে দুই সদস্যের নিয়োগ, গেইনট্যাঙ্ ও টিআইএন নাম্বার বাধ্যতামূলক না করার ইচ্ছা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের শেয়ারবাজার-বান্ধব মনোভাব প্রকাশ। এসব ইতিবাচক খবর বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আনতে সহায়তা করছে। হয়তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও ধীরে ধীরে বিনিয়োগ করতে শুরু করেছে। লেনদেনের পরিমাণ বৃদ্ধি বাজার স্থিতিশীলতার পূর্বাভাস দেয়। তবে এই পরিমাণ আরো বাড়লে স্বাভাবিক বলা যেতে পারে। এ ক্ষেত্রে ডিএসইর লেনদেন এক হাজার কোটি টাকার ওপর হলে স্বাভাবিক বলা যেতে পারে।