(১৪৭৬) গোটা প্রকল্পটাই বন্ধ করে দেওয়া হবে

শেয়ারবাজার :::: পরিকল্পনামন্ত্রী একে খন্দকার বলেছেন, ‘এখন নৈতিকতা বলে কিছু নেই যদি থাকতো, তাহলে কোনো ঠিকাদার ১১টি ভবন করে ২২টি ভবন নির্মাণের টাকা তুলে নিয়ে যেতে পারতো না আবার ধরনের ভয়াবহ অনিয়ম করা সত্ত্বেও যে শাস্তি দেওয়া হয়, তা খুবই সামান্য আগামীতে কোনো প্রকল্পে অনিয়ম পাওয়া গেলে গোটা প্রকল্পটাই বন্ধ করে দেওয়া হবে।’

রোববার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে প্রভাব মূল্যায়নে প্রাপ্ত ফলাফল উপস্থাপনের লক্ষ্যে তিনদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন

পরিকল্পনামন্ত্রী পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘কোনো ধরনের উন্নয়ন পরিকল্পনায় অনিয়মের কোনো রিপোর্ট আপনাদের কাছ থেকে পাই না অথচ আমি নিজে সরেজমিনে গিয়ে অনিয়ম পেয়েছি আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই, জিপ গাড়িতে চড়তে, ভালো হোটেলে থাকতে আর আতিথেয়তা গ্রহণ করতে আপনাদের প্রকল্প পরিদর্শনে পাঠানো হয় না।’

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের সচিব হাবিব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা সচিব মনজুর হোসেন

মন্ত্রী বলেন, ‘আগামী অর্থবছরের জন্য সরকার ৪৬ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রবৃদ্ধি বাড়বে কিন্তু এই কাজ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব আপনাদের দেশের উন্নতির অনেকাংশই নির্ভর করছে আপনাদের কাজের ওপর।’