(৯০৩) Lafarge Surma Cement--লাফার্জ সুরমা সিমেন্ট

শেয়ারবাজার :::: বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ মে বুধবার থেকে লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির লেনদেন স্পট মার্কেটে শুরু হবে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয় আগামী ১৮ থেকে ৩০ মে পর্যন্ত কোম্পানির শেয়ার লেনদেন স্পট মার্কেটে করা যাবে আগামী ৩১ মে রেকর্ড ডেটের কারণে লাফার্জ সুরমার লেনদেন স্থগিত থাকবে কোম্পানিটি আরও জানিয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদনের পর রাইট শেয়ারের রেকর্ড ডেট পরে জানানো হবে