(৯৫৭) যমুনা অয়েল--JAMUNA OIL

শেয়ারবাজার :::: যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত শনিবার চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হয়
সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ (শেয়ারপ্রতি তিন টাকা) ২০ শতাংশ বোনাস শেয়ার (প্রতি ১০০টির বিপরীতে ২০টি শেয়ার) অনুমোদন করা হয়
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মেজর (অব.) মো. মোক্তাদির আলী মহাব্যবস্থাপক মিজানুর রহমান
বার্ষিক সভায় আরও জানানো হয়, যমুনা অয়েল কোম্পানি ২০০৯-১০ অর্থবছরে কর-পরবর্তী মুনাফা করেছে ৫৬ কোটি ৪০ লাখ টাকা, যা এর আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৫৬ শতাংশ বেশি পাশাপাশি ২০০৯-১০ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৫৩ পয়সা, যা এর আগের অর্থবছরে ছিল নয় টাকা ৩২ পয়সা