শেয়ারবাজার :::: টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে গ্রামীণফোন বিডিজবসডটকম বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড ২০১০ পেয়েছে। গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে সম্প্রতি পুরস্কারের ক্রেস্ট দেওয়া হয়। বিডিজবসডটকমের সিইও এ কে এম ফাহিম মাশরুর গ্রামীণফোনের সিইও টোরে ইয়ানসেনের হাতে ক্রেস্ট তুলে দেন। গ্রামীণফোনের চিফ পিপল অফিসার আর্নফিন গ্রোভেন ও বিডিজবসডটকমের চেয়ারম্যান এ আই মাকসিত এ সময় উপস্থিত ছিলেন। বিডিজবসডটকমের চার হাজার ৪৬৪ ব্যবহারকারীর অংশগ্রহণে পরিচালিত এক জরিপের মাধ্যমে বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। কর্মপরিবেশ, ব্যবস্থাপনা সংস্কৃতি ও চর্চা, এমপ্লয়িদের পেশাগত সমৃদ্ধি, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা এবং প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজের ওপর জরিপে অংশগ্রহণকারীদের ভোটে বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।