(১২৪৪) ব্র্যাক ব্যাংক / BRACBANK (BRAC Bank Ltd.

শেয়ারবাজার :::: ক্ষুদ্র মাঝারি খাতের গ্রাহকদের ক্রেডিট রেটিং (ঋণ মান) সেবা দেওয়ার জন্য ব্র্যাক ব্যাংক, সম্প্রতি ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট রেটিং এজেন্সি বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে
ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট রেটিং এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক আফজাল ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন
সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিজ্ঞপ্তি

BRACBANK (BRAC Bank Ltd. )