(৭০১) মা দিবসে BRAC BANK

শেয়ারবাজার :::: মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশের মাধ্যমে মা দিবস উদ্‌যাপন করলেন ব্র্যাক ব্যাংকের কর্মীরা
মে মা দিবসে ব্র্যাক ব্যাংকের সব ব্রাঞ্চ, এসএমই ইউনিট অফিসসহ সব বিভাগের কর্মীরা মাকে নিয়ে বিভিন্ন স্মৃতিকথা, কবিতা, ছড়া, ছবি নিয়ে দেয়াল পত্রিকা তৈরি করেন মা দিবসে এই দেয়াল পত্রিকা অফিসে টানিয়ে রাখা হয় এগুলোর মধ্য থেকে তিনটি সেরা দেয়াল পত্রিকা নির্বাচন করা হবে এবং দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়