(৮৪২) আজ রোববার বা কাল সোমবারের মধ্যে

শেয়ারবাজার :::: আজ রোববার বা কাল সোমবারের মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন চেয়ারম্যান বাকি সদস্যদের নিয়োগ দেওয়া হতে পারে
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে গতকাল শনিবার তথ্য জানা গেছে সাপ্তাহিক ছুটির দিন হলেও এসইসির চেয়ারম্যান সদস্যদের নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত করার কাজে গতকাল বিভাগ খোলা রাখা হয়েছিল
গত বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে যাওয়ার আগেই এসইসির নতুন চেয়ারম্যান সদস্যদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে যাবেন আজ রোববার ভোরে প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা
সূত্র জানায়, এসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে সরকারি একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যানের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতিবাচক মতামত অর্থ মন্ত্রণালয়ে গেছে তিনি একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক
এসইসির নতুন চেয়ারম্যান নিয়োগের জন্য যে সংক্ষিপ্ত তালিকা করা হয়, বিনিয়োগ প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পাশাপাশি তাতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, বাংলাদেশের (আইসিএবি) একজন এবং বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরেরও নাম ছিল বলে জানা গেছে