শেয়ারবাজার :::: বর্তমানে শেয়ারের দাম যে জায়গায় পৌঁছেছে, তাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সামনে একটি বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু তাঁরা সেই সুযোগ গ্রহণের জন্য এগিয়ে আসছেন না। এ ক্ষেত্রে তারল্য-সংকট একটা বড় কারণ হতে পারে। আবার দাম আরও কমবে—এ আশঙ্কায় তাঁরা হয়তো অপেক্ষা করছেন, বিনিয়োগে যাচ্ছেন না। এর বাইরে বাজেট সামনে রেখে নানা গুজবের কারণেও বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় রয়েছেন বলে মনে হয়। ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের মূলধনি মুনাফার ওপর কর বসানো হবে কি না, বেনিফিশিয়ারি হিসাব (বিও) খোলার সময় করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হচ্ছে কি না, এ প্রশ্নগুলো হয়তো তাঁদের বাজার থেকে কিছুটা দূরে রাখতে পারে। এ ছাড়া সরকারি চাকরিজীবীরা শেয়ারবাজারে অংশগ্রহণ করতে পারবেন কি না, এই অনিশ্চয়তার কারণে সরকারি চাকরিতে রয়েছেন, এমন অনেক বিনিয়োগকারী বাজারে নিষ্ক্রিয় থাকতে পারেন। এ ধরনের অনেকগুলো কারণ মিলিয়ে বাজারে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।