(১২০৩) সভাপতি সালমান এফ রহমান

শেয়ারবাজার :::: পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন বলে মত দিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি সালমান এফ রহমান

মঙ্গলবার বিকালে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) নতুন চেয়ারম্যান সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, "পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে পুজিঁবাজারের সার্বিক পরিস্থিতির উন্নয়নে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে"

চলতি বছরের শুরুতে পুঁজিবাজারে অস্থিরতার জন্য বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেন সালমান

তিনি বলেন, ওই সময় বাংলাদেশ ব্যাংক সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) এসএলআর (স্ট্যটিউটরি লিকুইডিটি রেশিও) হার বৃদ্ধি করায় ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে যায় এতে বড় বিনিয়োগকারীরা পুজিবাজারে বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়ায় ধসের মতো ঘটনা ঘটে

সালমান এফ রহমান মনে করেন, সরকারের নেওয়া উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়ন করা হলেই বাজার স্বাভাবিক হয়ে আসবে তবে সিদ্ধান্ত বাস্তবায়ন জন্য এসইসির কোরাম সংকট দূর করতে হবে

এসইসি চেয়ারম্যান . এম খায়রুল হোসেন, সদস্য হেলাল উদ্দিন নিজামী এফবিসিসিআই সভাপতি কে আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন

এর আগে সকালে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতারা এসইসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ তাদের প্রাক বাজেট সুপারিশমালা এসইসিতে জমা দেয়