(১০৬৩) হামলা

শেয়ারবাজার :::: ভোলায় পত্রিকা এজেন্টের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুপুরে হকাররা বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন

শহরের নতুন বাজারের প্রেসক্লাব ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে হকার্স ইউনিয়নের সভাপতি মোখলেসুর রহমান সুমন, সম্পাদক মো. মনিরসহ সকল হকাররা অংশ নেন

সময় তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন

হকার্স ইউনিয়নের সম্পাদক মো. মনির বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে বিনামূল্যে পত্রিকা না দেওয়ায় মামুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী পত্রিকা এজেন্ট এনায়েতের ওপর হামলা চালায় এতে এনায়েতসহ তার দোকান-কর্মচারী ফরিদ আহত হন পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে

তিনি জানান, ঘটনায় হকার্স সমিতি ঐক্যবদ্ধ হয়ে মাবববন্ধন বিক্ষোভ মিছিল করে পৌর মেয়র মো. মনিরুজ্জমান মনিরকেও বিষয়টি জানানো হয়েছে

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের বিচার না করা হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তিনি