শেয়ারবাজার :::: শেয়ারের বিপরীতে যেসব প্রতিষ্ঠান ঋণ জোগান দিয়ে থাকে, টানা দরপতনে সেসব প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়েছে। এসব ব্রোকারেজ হাউসের অনেক গ্রাহকের নিজের মূলধনের অংশ হারানোর পরও ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর টাকায় টান পড়েছে। বেসরকারি ব্যাংক পরিচালিত একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, তাঁদের অনেক গ্রাহকের বিনিয়োগ কোষ বা পোর্টফোলির অবস্থা এমন হয়েছে যে এখন বিক্রি করলে ব্রোকারেজ হাউসের নিজের টাকা চলে যাবে দুই কোটির মতো। এ অবস্থায় তাঁদের মুনাফার একটি অংশ থেকে নিরাপত্তা সঞ্চিতি বাড়াতে হচ্ছে। আবার যেসব গ্রাহক এ মুহূর্তে ঋণ পেলে কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন, একক প্রতিষ্ঠানের ঋণ পাওয়ার (সিঙ্গেল বরোয়ার এক্সপোজার) বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমার কারণে তা-ও সম্ভব হচ্ছে না।