(৫৬৬) ১৯ ব্যক্তিকে ১৯ কোটি টাকা

কমিটির সুপারিশ অনুযায়ী ১৪টি বিষয়ে অধিকতর তদন্ত করবে সরকার এর মধ্যে রয়েছে, সব অমনিবাস অ্যাকাউন্টের আড়ালে থাকা ছায়া হিসাবগুলো এসইসি পরীক্ষা করবে তিন মাসের মধ্যে অমনিবাস হিসাবগুলোকে ইনডিভিজ্যুয়াল বিও অ্যাকাউন্টে রূপান্তরের ব্যবস্থা নেওয়া হবে মাত্র দুটি ঠিকানায় ১৯ ব্যক্তিকে ১৯ কোটি টাকার শেয়ার বরাদ্দ এবং আহসান ইমামসহ অন্যদের নামে বিপুল অঙ্কের শেয়ার বরাদ্দের বিষয়টি এসইসি পুনর্গঠনের পর তদন্ত করা হবে ডিএসই এসইসি কর্তৃক মূল্য সংবেদনশীল তথ্য কম্পানিকে দেওয়া, রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিদের নেতৃত্বে অবস্থান, এসইসির সঙ্গে সমন্বয়হীনতা, বন্ধ কম্পানিগুলোকে তালিকাবহির্ভূত না করা এবং স্টক মার্কেট দুটির ডিমিউচ্যুয়ালাইজেশন না করার বিষয়গুলোও তদন্ত করা হবে